নিউজ ডেস্ক:
বরিশাল নগরীর ৬নং ওয়ার্ডের চরমোনাই ট্রলার ঘাট এলাকা থেকে ২৭পিচ ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী তানিয়া বেগমকে (২৭) আটক করেছে মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশ। সে (তানিয়া) ওই এলাকার মিঠু হাওলাদারের স্ত্রী।
সোমবার দুপুরে ডিবি অফিস থেকে পাঠানো ই-মেইল বার্তায় এ তথ্য নিশ্চিত হওয়া যায়।
সূত্রমতে, রবিবার দিবাগত রাত সাড়ে আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মিঠু হাওলাদারের বাসায় অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী তানিয়া বেগমকে আটক করা হয়।
এ ব্যাপারে ডিবি’র এসআই দেলোয়ার হোসেন বাদি হয়ে কোতয়ালি মডেল থানায় সোমবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছেন।