এপ্রিল ২৮, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
আন্তর্জাতিক ক্রিকেট খেলাধুলা বিনোদন

জার্মান তারকা ওজিলকে ভারতে দাওয়াত দিলেন শাহরুখ

একজন অভিনয় দিয়ে রূপালি পর্দায় মাতিয়ে চলেছেন সারা বিশ্বকে। অন্যজন সবুজ গালিছায় পায়ের কারুকাজে মুগ্ধ করে রাখেন সারা বিশ্বের ফুটবলপ্রেমী মানুষকে। দুই ভুবনের দুই বাসিন্দার সঙ্গে অবশেষে দেখা হলো সোমবার লন্ডনে।

বিখ্যাত এই দুই বন্ধুর নাম শাহরুখ খান এবং অন্যজনের নাম মেসুত ওজিল। একজন বলিউড বাদশাহ, অন্যজন ছিলেন বিশ্বকাপজয়ী জার্মানির মিডফিল্ডের বাদশাহ। সোমবার নিজেদের মাঠ এমিরেটসে নিউ ক্যাসলের বিরুদ্ধে অসাধারণ এক জয় পেয়েছিল মেসুত ওজিলের ক্লাব আর্সেনাল। এরপরই শাহরুখ খানের সঙ্গে ছবি তোলেন ওজিল। ছবি তোলার সুযোগ পেয়েছেন আর্সেনালের সুইস তারকা গ্রানিত জাকাও।

তারকা ফুটবলার মেসুত ওজিল এখন জার্মানির সাবেক। রাশিয়া বিশ্বকাপের পরই তিনি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন। যদিও দাপটের সঙ্গে খেলে যাচ্ছেন ক্লাব ফুটবল।

তারই বিশেষ আমন্ত্রণে সোমবার এমিরেটস স্টেডিয়ামে খেলা দেখতে গিয়েছিলেন বলিউড বাদশাহ। ম্যাচ শেষ হওয়ার পরই শাহরুখকে নিয়ে মেতে ওঠেন গানার ফুটবলাররা। সুইজারল্যান্ডের ফুটবলার গ্রানিত জাকা ২০১৬ সালে মাদাম তুসো গ্যালারিতে শাহরুখের মোমের মূর্তির পাশে দাঁড়িয়ে ছবি তুলেছিলেন। সেই ছবি পরে টুইটারে পোস্টও করেছিলেন।

সোমবার প্রিয় অভিনেতাকে চোখের সামনে দেখতে পেয়েই উল্লসিত হয়ে ওঠেন তিনি। শাহরুখের সঙ্গে ছবি তুলে টুইটারে পোস্ট করে দিয়েছেন সঙ্গে সঙ্গে। শাকা লিখেছেন, ‘শাহরুখের পারফরম্যান্স দেখতে আমার বরাবরই খুব ভাল লাগে। আশা করি, মাঠে আমাদের পারফরম্যান্সও শাহরুখ দারুণ উপভোগ করেছেন।’

View image on Twitter
শাহরুখের সঙ্গে কথা বলতে গিয়ে শাকা জানান, ২০১৬ সালে তার মোমের মূর্তির পাশে দাঁড়িয়ে ছবি তোলার ঘটনা। তিনি বলেন, ‘আমি শাহরুখকে সেই গল্প শুনিয়ে বলি, এতদিনে আমার প্রিয় অভিনেতার রক্তমাংসের চেহারাটা দেখতে পেলাম। সেটাই আমার কাছে দারুণ প্রাপ্তি।’

জবাবে শাহরুখ বলেন, ‘ভবিষ্যতে আবারও আসল চেহারায় তোমার সামনে এসে দাঁড়াব। তার আগে মাঠে আরও লড়াই করে ক্লাবকে সাফল্য দাও।’

যার আমন্ত্রণে শাহরুখ বিশেষ অতিথি হিসেবে এমিরেটসে খেলা দেখতে গেলেন, সেই মেসুত ওজিল তার বান্ধবী আমিনে গুলসা এবং শাহরুখের সঙ্গে নিজের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। শাহরুখের হাতে তিনি নিজের নাম লেখা দশ নম্বর জার্সিও তুলে দেন।

ওজিল লিখেছেন, ‘আমার কাছে এই দিনটা খুব আনন্দের। আমন্ত্রণে সাড়া দিয়ে বিশেষ অতিথি হিসেবে তুমি ম্যাচ দেখতে এসেছিলে। এখানে আসার জন্য অনেক ধন্যবাদ।’

View image on Twitter
পাল্টা জবাব দিয়েছেন বলিউড বাদশাহও। টুইটারে শাহরুখ লিখেছেন, ‘সোমবারের ম্যাচ দেখার জন্য তুমি যে আমাকে আমন্ত্রণ করেছিলে, সেটা আমার কাছে বড় একটা সম্মান পাওয়ার মতো। পরে আবার ডাক পেলে আসব।’

আরও একটি টুইটে ওজিলকে আমন্ত্রণ জানিয়ে শাহরুখ লিখেন, ‘সোমবারের সন্ধ্যাটা দারুণ কেটেছে। ওজিল এবং তার বান্ধবী আমিনে গুলসার উষ্ণ অভ্যর্থনায় আমি অভিভূত। এমন আপ্যায়ন খুব কমই পাওয়া যায়। আশা করি, তোমাদের দুজনকেই দ্রুত ভারতে দেখতে পাব।

সম্পর্কিত পোস্ট

জয়া যেন উঠতি বয়সি তরুণী, ভাইরাল ভিডিও

banglarmukh official

দিল্লির ঘরে ঘরে জ্বর!

banglarmukh official

পাকিস্তানে ট্রেনে জিম্মি দেড় শতাধিক যাত্রী উদ্ধার, ২৭ সন্ত্রাসী নিহত

banglarmukh official

পাকিস্তানে যাত্রীবাহী ট্রেন হাইজ্যাক, জিম্মি শতাধিক

banglarmukh official

আইসিইউ থেকে পালালেন ‘কোমা’য় থাকা রোগী, হাসপাতালের ভয়ঙ্কর জালিয়াতি ফাঁস

banglarmukh official

বিয়ের পর ফের সুখবর পেলেন মেহজাবীন

banglarmukh official