নিউজ ডেস্ক:
ঝালকাঠিতে বৈশাখের তীব্র তাপদাহে অসহনীয় হয়ে উঠেছে জনজীবন।ক’দিনের গরমে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে অসংখ্য মানুষ। এরমধ্যে ডায়রিয়া রোগীর সংখ্যাই বেশি।
গত দু’সপ্তাহে ঝালকাঠি সদর হাসপাতালে ডায়রিয়া আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ৬২০ জন রোগী। যাদের মধ্যে শিশু ও বৃদ্ধের সংখ্যাই বেশি। বিছানায় স্থান সংকুলন না হওয়ায় একশ শয্যার এ হাসপাতালটিতে শনিবার মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে অসংখ্য ভর্তি হওয়া রোগীকে। আর বাড়তি রোগীর চাপে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসা সেবায় নিয়জিত চিকিৎসক ও নার্সদের।
এদিকে, চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন গরমে ফুটপাতের পঁচাবাসি খাবার থেকে দূরে থাকার। সেই সাথে স্বাস্থ্য সম্মত খাবার ও বেশি করে পানি খাওয়ার পরামর্শ দিচ্ছে চিকিৎসকরা। তীব্র রোদে প্রয়োজন ছাড়া ঘর থেকে বাইরে বের না হওয়ারও পরামর্শ চিকিৎসকের।