স্টাফ রিপোর্টার//জুবায়ের হোসাইন :
সরকারের দেয়া ত্রান সুষ্ঠ ভাবে বিতরন না হওয়ার কারনে আজ দুপুরে শ্রমিকদের নিয়ে একত্রিত হয়ে এ অভিযোগ করেন। এ সময় তিনি বলেন পৌরসভার মেয়র ও কাউন্সিলর ত্রান চুরি করে তাদের নিকট আত্মীয়দের তা প্রদান করে, এবং একটি কার্ডও আমার কোনো অটোরিকশা চালক শ্রমিক পায়নি।
ঝালকাঠির জেলা প্রশাসক এর কাছে রওনা হবার প্রাক্কালে তিনি আরো বলেন, শ্রমিকদের পরিবার না খেয়ে আছে, ঘরে কোনো খাবার নাই,তিনি বলেন
কিছু অসাধু লোক সরকারের ভাব মূর্তি নষ্ট করার পায়তারা করতেছে।
শ্রমিকরা বলেন, আজ খাবারের ব্যবস্থা না হলে আগামিকাল শুক্রবার থেকে ব্যাটারি চালিত অটো রিকশা নিয়ে রাস্তায় নামার ঘোষনা দিলেন ঝালকাঠির অটো রিকশা শ্রমিকরা।