স্টাফ রিপোর্টার// কাইয়ুম খান:
লক্ষীপুর জেলার মজু চৌধুরীর হাট এবং ভোলা জেলার ইলিশা নৌ পথে দি আটলান্টিক ক্রুজ নৌযানটির সর্ভিস চালু হয়েছে।
বর্ষার সময় এই নৌ রুটে বিপদজনক ভাবে অন্যসব নৌযান চলাচল করে। মাঝে মাঝে দূর্ঘটনা ঘটে, তাই এই রুটে দি আটলান্টিক ক্রুজের সার্ভিস চালু করা হয়েছে যা এই রূটের যাত্রীদের জন্য অনেক উপকার বয়ে এনেছে।
নাম প্রকাশ না করার শর্তে বিআইডাব্লুটিএর এক কর্মকর্তা জানান, দেশের সবচেয়ে দ্রুতগামী ক্যাটামেরান এম ভি বে ক্রুজ ১ ও এই নৌ পথে যুক্ত হতে পারে খুব শীঘ্রই।
দি আটলান্টিক ক্রুজের বর্তমান চলাচল রুট :
মজু চৌধুরীর হাট টু ইলিশা ছাড়ার সময় : মজু চৌধুরীর হাট থেকে সকাল ১১.২০ মিনিটে।
ইলিশা থেকে সকাল ৯:০০ টায়।