হুজাইফা রহমানঃ
“ধর্ষণের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড” এই দাবি বাস্তবায়ন করার জন্য বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেল ৫ টায় বরিশাল অশ্বিনী কুমার টাউন হলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। দেশের সাম্প্রতিক কালের সকল ধর্ষণের বিচার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়ে সাধারণ নাগরিকদের ব্যানারে মানববন্ধন কর্মসূচী পালন করে বরিশালের সচেতন নাগরিক সমাজ। সেখানে বিভিন্ন দাবি দাওয়া ও প্রতিবাদ সম্বলিত প্লেকার্ড হাতে ধর্ষণের বিরুদ্ধে অবস্থান নেয় সাধারণ জনগণ।
মানববন্ধনে সাধারণ জনগণের সরব উপস্থিতির পাশাপাশি প্লেকার্ড হাতে আরো অবস্থান নেয়, কবি ও কথা সাহিত্যিক শফিক আমিন, সংগঠক নাজিউর নিরব, বাংলার মুখ টুয়েন্টিফোর ডটকম এর বার্তা সম্পাদক শেখ সুমন, আইনজীবী জান্নাতুল ফেরদৌস অনন্যা, বরিশাল ব্লাড ডোনারস ক্লাব এর সভাপতি নিহাব রহমান, “I CAN CHANGE THE WORLD” এর এডমিন মনিরুল ইসলাম। এছাড়াও “বিবিডিসি”, “আই ক্যান চেইঞ্জ দ্যা ওয়াল্ড” “আসুন মানবতাকে হাসাই”, সিডিবি “লাল সবুজ”, “যুব উন্নয়ন ক্রিড়া সংঘ” সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ মানববন্ধনে অংশগ্রহণ করেন।