মে ৮, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
প্রচ্ছদ বিনোদন

নাট্যঅভিনেতা অ্যালেন শুভ্র তিন মাসের জন্য নিষিদ্ধ

বাংলার মুখ টুয়েন্টিফোর ডটকমঃ

নাট্যঅভিনেতা অ্যালেন শুভ্র তিন মাসের জন্য নিষিদ্ধ হয়েছেন। নতুন প্রজন্মের জনপ্রিয় অভিনেতা অ্যালেন শুভ্র। তার বিরুদ্ধে বেশ কিছুদিন আগে নাট্যপরিচালক নিয়াজ মাহবুবকে প্রহার করার অভিযোগ উঠেছে। এবং সেই অভিযোগ প্রমাণিত হওয়ায় তিন মাসের জন্য নিষিদ্ধও হয়েছেন তিনি। এ ঘটনার জন্য গত ৪ এপ্রিল টেলিভিশন নাটকের তিন সংগঠন- ডিরেক্টরস গিল্ড, অভিনয় শিল্পী সংঘ ও টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ অ্যালেন শুভ্রর উপর এই নিষেধাজ্ঞা জারি করে।

আগামী ১০ মে থেকে পরবর্তী তিন মাস এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বলে জানা যায়। এই তিন মাস শেষ হবার আগে তার সঙ্গে কোনো নির্মাতা বা প্রতিষ্ঠান কাজ করে তবে তাকেও শাস্তির সম্মুখে আনা হবে। আর এবিষয়টি নিশ্চিত করেছেন ডিরেক্টর গিল্ডের সাধারণ সম্পাদক এসএহক অলিক। অভিযোগকারী নাট্যপরিচালক নিয়াজ মাহবুব বলেন, “এক বছর আগে আমার নাটক ‘গুরাগুরা’র (বরিশালের আঞ্চলিক শব্দ) শুটিংয়ে বরিশাল এসেছিল অ্যালেন শুভ্র। সেখানে তিন দিন কাজ করার কথা থাকলেও সে দুদিনে কাজ শেষ করতে বলে। আমি রাজি না হলে সে ওই অবস্থায় ঢাকায় চলে আসে। এর ১০-১৫ দিন পর অনেক কথাবার্তার পর সে কাজটি করে দেয়। কিন্তু নতুন করে পারিশ্রমিক দাবি করে। আমি তাকে বলি, বরিশালে শুটিংটা না শেষ করতে পারায় অনেক ক্ষতি হয়ে গেছে। কারণ ওখানকার সব শিল্পীকে ঢাকায় আনতে হয়েছে। তারপরও যদি সম্ভব হয় তাহলে আমি তোমাকে টাকা দিবো। মাঝে এক বার আমাকে ফোন করে সে গালিগালাজ করে।

মাস দেড়েক আগে তার সাথে আমার মগবাজার এলাকায় দেখা হয়। সে আমাকে দেখে ইট দিয়ে মারধর শুরু করে। অবশ্য তখন সে মাতাল ছিলো।’ নিয়াজ জানান, এ ঘটনার পর তিনি নাটকের সংগঠনগুলোতে লিখিত অভিযোগ দেন। তার অভিযোগের প্রেক্ষিতে ৪ এপ্রিল তাদের দুজনকে ডাকে সংগঠনগুলো। এক সালিশি সভা বসে ওইদিন। সেখানে উপস্থিত ছিলেন অভিনয়শিল্পী সংঘের আহসান হাবিব নাসিম ও লুৎফর রহমান জর্জ, ডিরেক্টরস গিল্ডের এস এ হক অলিক, সৈয়দ শাকিল ও কামরুজ্জামান সাগর এবং প্রডিউসারস অ্যাসোসিয়েশনের সৈয়দ ইরফান উল্লাহ। আর সেখানেই তাদের উপস্থিতিতে অভিনেতা অ্যালেন শুভ্রকে তিন মাসের জন্য নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়।

সম্পর্কিত পোস্ট

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

জয়া যেন উঠতি বয়সি তরুণী, ভাইরাল ভিডিও

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

জাতিসংঘ মহাসচিব ঢাকায়

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official

পাকিস্তানে ট্রেনে জিম্মি দেড় শতাধিক যাত্রী উদ্ধার, ২৭ সন্ত্রাসী নিহত

banglarmukh official