28 C
Dhaka
মে ৮, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ প্রচ্ছদ

নিজ বাড়ির ছাদে ছাত্রলীগ কর্মীর গলা কাটা মরদেহ

পাবনায় নিজ বাড়ির ছাদে শাহেদ হাসান শুভ (৩০) নামে এক ছাত্রলীগ কর্মীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সম্প্রতি রাজনীতি থেকে সরে আসায় তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পরিবার।

মঙ্গলবার (২৪ এপ্রিল) সকাল ৭টার দিকে পাবনা পৌরসভার রাধানগর নারায়ণপুর মহল্লায় শুভর বাড়ির ছাদ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। শুভ ওই এলাকার আরশেদ আলমের ছেলে।

নিহত শুভর বড় ভাই অ্যাডভোকেট সোহেল হাসান  জানান, সকালে শুভকে ঘরে না পেয়ে ছাদে খুঁজতে গেলে তার গলা কাটা মরদেহ দেখতে পান তারা। পরে পুলিশে খবর দেওয়া হয়।

তিনি আরো জানান, শুভ কিছুদিন আগেও ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন। পরিবারের চাপে কিছুদিন আগে রাজনীতি ছেড়ে পুরোপুরি ব্যবসায় মন দিয়েছিলেন। এতে ক্ষুব্ধ হয়ে কেউ তাকে হত্যা করেছে বলে সন্দেহ প্রকাশ করেন তিনি।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। কে বা কারা কেন শুভকে হত্যা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

সম্পর্কিত পোস্ট

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

জাতিসংঘ মহাসচিব ঢাকায়

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official

পাকিস্তানে ট্রেনে জিম্মি দেড় শতাধিক যাত্রী উদ্ধার, ২৭ সন্ত্রাসী নিহত

banglarmukh official

পাকিস্তানে যাত্রীবাহী ট্রেন হাইজ্যাক, জিম্মি শতাধিক

banglarmukh official