স্টাফ রিপোর্টার//তানজিম হোসাইন রাকিব:
পটুয়াখালীর দশমিনায় বজ্রাঘাতে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত গৃহবধূর নাম আন্তেসা বিবি (৫৫)।
আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চর হোসনাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আন্তেসা বিবি দশমিনার চর হোসনাবাদ গ্রামের মৃত মজিবর রহমানের স্ত্রী।
স্থানীয়রা জানান, বুধবার সকালে তার পালিত ছাগল চরাতে মাঠে যায়। এ সময় হঠাৎ বজ্রপাতের কবলে পড়েন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দশমিনা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দশমিনা থানার ওসি এস এম জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।