বা:মু:অ:প্র: শেখ সুমন :
নরসিংদীর মনোহরদী উপজেলার বেলচাপা গ্রামের আঃ হাশেমের মেয়ে প্রতিবন্ধী সুমাইয়া (১৭)। গর্ভাবস্থায় প্যারালাইসিসে আক্রান্ত হন সুমাইয়া। এতে তার সারা শরীরই নিস্তেজ হয়ে পড়ে। এরপর সে মানুষের উপর নির্ভরশীল হয়ে পড়ে। রাস্তার পাশে বসে দীর্ঘ প্রায় ১০ বৎসর যাবৎ ভিক্ষা করে জীবিকা নির্বাহ করছে সে। সে অনেক কষ্টের বিনিময়ে জীবন অতিবাহিত করছে। সে প্রায় ৮/৯ বছর ধরে তার পরিবারের ভরণ-পোষন বহন করছে । তার উপরই নির্ভর করছে পরিবারের চারজন সদস্য।
অঝোর বৃষ্টিতে ভিজে, প্রচণ্ড রোদে পুড়ে সে একই জায়গায় বসে থাকে একমাত্র তার পরিবারের জন্য। এভাবেই অনেক কষ্টে তার জীবন সংগ্রাম পরিচালিত হচ্ছে। জীবন সম্পর্কে সুমাইয়ার কাছে জানতে চাইলে তিনি দৃঢ়প্রত্যয়ে ব্যক্ত করে বলেন, ‘কারও করুণা চাই না, তবে সহযোগিতা চাই।’ জন্ম থেকেই সে প্রতিবন্ধী হওয়ায় তার দুঃখের সীমা নেই।
সুমাইয়া মানুষের দ্বারে দ্বারে ঘুরে ভিক্ষা করে জীবনের ১০টি বছর কাটিয়ে দিয়েছেন। তিনি বলেন, সাংবাদিক ভাই অনেকেই আমার ছবি তোলে নিয়েছেন, আমার উপকার হয় এমন একটি সংবাদ ছাপালে আমি আপনার জন্য দোয়া করবো। আমার বাবার একটু বাড়ি ছাড়া অন্য কোনো ধনসম্পদ নেই যে, আমাকে ঘরে বসিয়ে ভাত-কাপড় দেবে।
সুমাইয়া বলেন, পঙ্গু হয়ে লোকলজ্জার ভয় না করে মানুয়ের দুয়ারে দুয়ারে সারা দিনে যা পাই তা দিয়ে জীবনটা কোনো রকম চালিয়ে যাচ্ছি। তিনি আরো বলেন, দীর্ঘ ১০ বছর সে মানুষের কাছ থেকে হাত পেতে সংসারে একমাত্র উপার্জনকারী হিসেবে পরিবারের দায়িত্ব নেয়।