31 C
Dhaka
এপ্রিল ৩০, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ নারী ও শিশু বরিশাল

বরগুনায় নুসরাতের হত্যাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন

মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফি’র হত্যাকারীদের মূলহোতা অধ্যক্ষ মাওলানা সিরাজ উদ দৌলাসহ হত্যাকারীদের ফাঁসির দাবীতে বরগুনায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সেক্টরস কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ ’৭১ ও বরগুনা জেলা মহিলা পরিষদের ব্যানারে কর্মসূচি পালিত হয়েছে। ওই দুই সংগঠনের সদস্য ছাড়াও লোকবেতার, বরগুনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশগ্রহন করেছে।

বরগুনা প্রেসক্লাবের সামনে কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন, সেক্টরস কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ ’৭১ এর সভাপতি আনোয়ার হোসেন মনোয়ার, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি এড. মোঃ শাহজাহান, বরগুনা প্রেসক্লাবের সভাপতি চিত্তরঞ্জন শীল, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড আবদুল হালিম, জেলা মহিলা সমিতির সভানেত্রী মাহফুজা বেগম, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হোসনেয়ারা চম্পা, জেলা মহিলা পরিষদের সহ-সভানেত্রী খাদিজা বেগম, সাধারণ সম্পাদক এড. সেলিনা আক্তার, বুড়িরচর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহেলী পারভীন ছবি, মুক্তিযোদ্ধা নূরউদ্দিন আহমেদ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাহাবউদ্দিন সাবু, বরগুনা সরকারী কলেজের ছাত্রী নিশাত জাহান, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ফৌজিয়া তাছরিন আনিকা, কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী দিল আফরোজা দোলা। কর্মসূচি পরিচালনা করেন, লোকবেতারের স্টেশন ম্যানেজার মনির হোসেন কামাল।

গত ৬ এপ্রিল ফেনীর সোনাগাজী ইসলামিয়া মাদ্রাসার আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফির গায়ে কেরোসিন ঢেলে শরীরে আগুন ধরিয়ে দেয়া হয়। গত ১০ এপ্রিল রাফি মারা যায়।

সম্পর্কিত পোস্ট

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official