27 C
Dhaka
জুলাই ৭, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ বরিশাল

বরিশালের চরবাড়িয়ার সড়ক যেন মৃত্যু ফাদ

স্টাফ রিপোর্টার//তানজিম হোসাইন রাকিব:

বরিশাল সদর উপজেলার চড়বাড়িয়া ইউনিয়নের কাগাশুরা বাজার হতে ঝড়ঝড়িয়া তলা সংযোগ সড়কের অসমাপ্ত প্রায় ১ কিলোমিটার সড়ক এখন মৃত্যু ফাঁদ হয়ে দাড়িয়েছে ঐ এলাকার বসবাসরত স্থানীয় হাজার হাজার মানুষের কাছে।
স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে বিভিন্ন সরকারী দপ্তরে সংস্কারের আবেদন করেও কোন ফল না পেয়ে বর্তমানে হতাশ হয়ে পড়েছে এলাকাবাসী। সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কটির দুপাশের মাটি ধুয়ে ঢালু হয়ে যাওয়ায় এখন একটি রিক্সাও চলাচল করতে পারেনা। কিছুদিন পূর্বে প্রায় আড়াই কিলোমিটার সড়কের দেড় কিলোমিটার সংস্কার হলেও বাকি রাস্তা সংস্কার না হওয়ায় এর কোন সুফল পাচ্ছেনা এলাকাবাসী।
স্থানীয় বাসিন্দা ফরিদ হাওলাদার বলেন, প্রায় ১৫ বছর ধরেই রাস্তাটির এই অবস্থা। আমাদের এলাকার কোন মেয়ের ভালো পাত্রপাওয়া যায়না শুধু রাস্তাটির কারনে। এ ছাড়াও স্কুল কলেজের শিক্ষার্থী সহ বৃদ্ব মানুষদের যাতায়াতে খুব’ই কস্ট হয়। তিনি আরো বলেন, আমরা চেয়ারম্যানকে বলেছি রাস্তা ঠিক না করতে পারলে ভেকু মেসিন দিয়ে ইট গুলো উঠিয়ে রোলার দিয়ে সমান করে দিন। যাতে আমরা অন্তত হাটতে পারি।
স্থানিয় ক্ষুদ্র ব্যাবসায়ী সামসু হাওলাদার বলেন, সবচেয়ে বড় সমস্যা হয় যখন কোন গর্ভবর্তী মা অসুস্থ হয়ে পরে। তিনি আরো বলেন, ডিজিটাল বাংলাদেশে আমরা এখনো এনালগ রয়ে গেছি। এ বিষয়ে চড়বাড়িয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড ইউপি সদস্য মঈন সরদার লাদেন বলেন, আমরা সত্যিই খুব অবহেলিত। আমি চেয়ারম্যান সাহেবকে অনেকবার অনুরোধ করেছি এটা সংস্কার করার জন্য। কিন্তু কিছুই হয়নি। এখন এলাকবাসীর পক্ষ থেকে পানিসম্পদ প্রতিমন্ত্রি ও আমাদের সদর আসনের সাংসদ জাহিদ ফারুক শামিমের কাছে রাস্তাটি সংস্কারে জন্য আকুল আবেদন জানাচ্ছি। তবে চড়বাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, এই প্রকল্পটি প্রক্রিয়াধীন। মাননীয় সংসদ সদস্যও বিষয়টি জানেন। তারপরও সরকারী কোন বাজেট না পেলে আমি ব্যাক্তিগত উদ্যোগে ভেকু মিসিন দিয়ে ইট গুলো তুলে বালি ভরাট করে ইটগুলো বিছিয়ে অন্তত এলাকাবাসীর চলাচলের উপযোগী করে দেব ইনশাআল্লাহ।
সমস্যা নিয়ে উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু বলেন, আমি সরজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করবো।

সম্পর্কিত পোস্ট

বরিশালে যুবলীগ কর্মীর তাণ্ডব: মা-মেয়েকে কুপিয়ে জখম

banglarmukh official

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official