28 C
Dhaka
জুলাই ১৩, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ বরিশাল

বরিশালে চালু হলো মানবতার বাজার

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ বরিশাল জেলা শাখার নেতৃবৃন্দের উদ্যোগে চালু হলো মানবতার বাজার। পারিবারিক অবস্থা বিচার করে গরিবদের জন্য রেশন কার্ডের মাধ্যমে প্রতিদিন ২০০ পরিবারকে এই সহায়তা প্রদান করবে বাসদ। প্রতিদিনের বাজারে ৬-৭ শ টাকার নিত্যপ্রয়োজনীয় দ্রব্য পাবেন গরিব ও কর্মহীনরা।
আজ রোববার বেলা ১১টায় বাসদ কার্যালয় সংলগ্ন মাতৃছায়া স্কুল মাঠে ‘মানবতার বাজার’ উদ্বোধন করেন বরিশাল জেলার আহবায়ক প্রকৌশলী ইমরান হাবিব রুমন। উপস্থিত ছিলেন সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্ত্তী। ভলান্টিয়ার হিসেবে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, শ্রমিকফ্রন্ট এবং মহিলা ফোরামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইমরান হাবিব রুমন বলেন, একটা পরিবারে যা কিছু প্রয়োজন তার বেশিরভাগ পণ্যই আমরা মানবতার বাজারে রেখেছি। আজ চাল, ডাল, আলু, পিয়াজ, তেল, ডিম, টমাটো, মিষ্টি কুমড়া, ঢ়েড়শ, পুঁইশাক, শিশুদের জন্য চকলেট, আচার, চানাচুর, মাস্ক, জরুরী ঔষদ ইত্যাদি দেয়া হয়েছে।
প্রতিদিনই আমরা আরও নতুন নতুন পণ্যই আমাদের এই বাজারে যুক্ত করবো। তিনি বলেন, আর্থিক সামর্থ্য এবং পরিবারের সদস্য সংখ্যা বিচার করে আমরা প্রত্যেই পরিবারকে একটি রেশন বই প্রদান করবো। তার মাধ্যমে তারা এখান থেকে বাজার সংগ্রহ করবে।
ডা. মনীষা চক্রবর্ত্তী বলেন, দুর্দিনে মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সারাদেশেই বাসদের পক্ষ থেকে এধরনের নানান কর্মসূচি পালিত হচ্ছে। বরিশালে এ পর্যন্ত আমরা ৫ হাজারের বেশি পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করেছি; যা এখনো অব্যাহত আছে। আজ থেকে এক মুঠো চাল কর্মসূচিে আওতায় এই ‘মানবতার বাজার’ থেকে অন্তত ৩ হাজার পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করবো।
এর বাইরে ওয়ার্ডে ওয়ার্ডে ‘এক মুঠো চাল’ এর খাদ্য সহায়তা কর্মসূচি অব্যাহত থাকবে। এছাড়াও আমাদের ‘ফ্রি এম্বুলেন্স সার্ভিস’ প্রতিদিন গড়ে ১৫/২০ টি পরিবারকে সেবা দেয়া হচ্ছে।

সম্পর্কিত পোস্ট

বরিশালে যুবলীগ কর্মীর তাণ্ডব: মা-মেয়েকে কুপিয়ে জখম

banglarmukh official

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official