30 C
Dhaka
মে ১১, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ প্রশাসন বরিশাল রাজণীতি

বরিশালে জেলেদের জন্য বরাদ্দ চাল চেয়ারম্যানের বাড়ি থেকে উদ্ধার, চলছে দুদকের প্রতিবেদন

স্টাফ রিপোর্টার//তানজিম হোসাইন রাকিব:

বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বাড়ি থেকে জেলেদের জন্য বরাদ্দকৃত ৯৩ বস্তা চাল উদ্ধারের ঘটনায় দুদকে প্রতিবেদন দাখিল করবে উপজেলা প্রশাসন।

আজ শুক্রবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিপক কুমার রায় জানান, ৯৩ বস্তা চাল সিলগালা করে রাখা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) নির্দেশনা মোতাবেক এ চাল জব্দ করা হয়েছে এবং রবিবার এ সংশ্লিষ্ট প্রতিবেদন প্রেরণ করা হবে।

তিনি বলেন, যেহেতু ১৪ ফেব্রয়ারী চাল উত্তোলন করা হয়েছিলো সেখানে সর্বোচ্চ এক সপ্তাহের মধ্যে এ চাল বিতরণ করা যেতো। এ বিষয়ে ইউনিয়ন চেয়ারম্যান মনির হাওলাদার এর কাছ থেকেও একটি লিখিত জবাব নেয়া হয়েছে। সেখানে ইউনিয়ন চেয়ারম্যান উল্লেখ করেছেন তিনি ৪১২ কার্ডধারী জেলেদের জন্য চাল পেয়েছিলেন।

এরমধ্যে ৩১৭ জনের চাল বিতরনের পর বৈরী আবহাওয়ার কারনে ৯৫ কার্ডের চাল বিতরণ সম্ভব হয়নি। এটি নতুন ইউনিয়ন হওয়ায় নিজস্ব কার্যালয় বা গোডাউন না থাকায় সুরক্ষার জন্য নিজের বাড়িতেই চাল রাখা হয়।

প্রসঙ্গত, গত বুধবার সন্ধ্যায় মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিপক কুমার রায় নেতৃত্বে ৯৫ কার্ডের চালের বস্তা উদ্ধার করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা কুমার রায় জানান দুর্নীতি দমন কমিশনে (দুদক) বিষয়টি নিয়ে অভিযোগ ছিলো। তারই প্রেক্ষিতে জেলেদের জন্য দেওয়া সরকারের বিশেষ খাদ্য সহায়তার চাল চেয়ারম্যানের বাসায় মজুদ করায় তা উদ্ধারে থানা পুলিশের সহায়তা অভিযান পরিচালিত হয়।

সম্পর্কিত পোস্ট

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official