31 C
Dhaka
এপ্রিল ৩০, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ প্রশাসন বরিশাল

বরিশালে দুস্থ ও অসহায়দের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ

অনলাইন ডেস্ক:

শেখ হাসিনার দিন বদলে সমাজসেবা এগিয়ে চলে” এ শ্লোগান নিয়ে বরিশালে দুস্থ ও অসহায়দের মাঝে জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে এককালীন আর্থিক অনুদান (সহায়তার) চেক বিতরণ করা হয়েছে।

আজ সোমবার (৮ই এপ্রিল) বিকাল সাড়ে পাঁচটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসব অনুদানের চেক দুস্থদের হাতে হস্তান্তর করা হয়।

বরিশাল জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আল-মামুন তালুকদারের সভাপতিত্বে চেক বিতরন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান বলেন, প্রধানমন্ত্রী বলেছেন আমাদের সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠি যেন আর্থিক অভাবে পিছিয়ে না পড়ে তারই আলোকে আমরা সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে সেসকল অসহায়, দুস্থদের মাঝে সার্বিক সহযোগীতা করার চেষ্ঠা করে যাচ্ছি।

চেক বিতরন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার মন্ত্রালয় বরিশালের উপ-পরিচালক আবুল কালাম আজাদ, সমাজসেবা উপ-পরিচালক আখতারুজ্জামান,যুদ্ধাহত মুক্তিযুদ্ধা এম.জি কবীর ভুলুসহ বিভিন্ন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গন।
প্রধান অতিথি জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান এসময় এক লক্ষ পচাত্তর হাজার টাকা চল্লিশ জনের মধ্যে বন্টন করে দেয়।

এছাড়া জেলা প্রশাসক বরিশাল জেলা ক্রিড়া সংস্থার সভাপতি হিসাবে বরিশালের প্রমিলা ক্রিকেট খেলোয়ারদের খেলার সামগ্রী ক্রয় করার জন্য বিশ হাজার টাকা আর্থিক সহযোগীতা করেন।

অনুষ্ঠান সঞ্চলনা করেন বরিশাল সমাজসেবা প্রবেশন অফিসার সাজ্জাদ হোসেন।

সম্পর্কিত পোস্ট

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official