28 C
Dhaka
জুলাই ১৩, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ বরিশাল

বরিশালে প্রবেশ-ত্যাগে নিষেধাজ্ঞা, কঠোর প্রশাসন

করোনা সংক্রামণ এড়াতে বরিশালে প্রবেশ ও ত্যাগের উপর নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার দুপুরে জেলা প্রশসক এসএম অজিয়র রহমান সাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়। গণবিজ্ঞপ্তিটি জেলা প্রশাসনের ফেসবুক পেজে দেয়া হয়।

বুধবার দুপুরে বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জানান, দেশের বিভিন্ন স্থানে করোনা আক্রান্ত রোগীর খবর পাওয়া যাচ্ছে। বরিশালে এখন পর্যন্ত করোনা আক্রান্তের খবর পাওয়া যায়নি। তাই বরিশালবাসীকে করোনা সংক্রামণের হাত থেকে বাঁচানোর একমাত্র উপায় বাইরের বিভিন্ন জেলার সাথে বরিশালের যোগযোগ বন্ধ করে দেয়। করোনা সংক্রামন থেকে বরিশালবাসীকে রক্ষায় সামাজিক দূরত্ব নিশ্চিত করা এবং গণজমায়েত রোধ করতে এই নির্দেশনা জারি করা হয়েছে।

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জেলায় অবস্থানরত ব্যক্তিবর্গ ও যানবাহনের জেলার বাইরে গমন এবং বাহির থেকে বরিশালে আগমণের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তবে বিষয়টি লকডাউন নয়। বাইরের মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন করতে এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক।

প্রশাসন, সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ, নৌপুলিশ ও হাইওয়ে পুলিশসহ সরকারের বিভিন্ন সংস্থা এই নির্দেশ বাস্তবায়ন করছে বলে জেলা প্রশাসক জানান।

তবে ওষুধ, খাদ্যদ্রব্য, কৃষি পণ্য, আমদানি-রফতানি কাজে নিয়োজিত যানবাহন ও ব্যক্তিবর্গ এবং জরুরি সেবাসমূহ এই আদেশের আওতামুক্ত থাকবে।

এদিকে, জেলা প্রশাসনের এই গণবিজ্ঞপ্তির পর বরিশালে প্রবেশ ও ত্যাগের উপর আরও কড়াকড়ি আরোপ করেছে আইন শৃঙ্খলা বাহিনী। বিভিন্ন স্থানে টহল দিচ্ছে সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশ। চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

করোনা সংক্রামণ এড়াতে সবাইকে নিজ নিজ ঘরে থাকার আহ্বান জানান বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান।

সম্পর্কিত পোস্ট

বরিশালে যুবলীগ কর্মীর তাণ্ডব: মা-মেয়েকে কুপিয়ে জখম

banglarmukh official

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official