নুরই মাহাবুব:
প্রভাতী অনুষ্ঠান, নাচ, গান, কবিতা আবৃত্তি, ঢাক উৎসব, রাখী উৎসব, চিত্রাংকন প্রতিযোগিতা, মঙ্গল শোভাযাত্রা এবং পৃথক বৈশাখী মেলার মধ্য দিয়ে বরিশালে উদযাপিত হচ্ছে বাংলা নববর্ষ ১৪২৫।
এ উপলক্ষে শনিবার সকাল সাড়ে ৬টায় নগরীর বিএম স্কুল মাঠে উদীচী শিল্পিগোষ্ঠীর আয়োজনে প্রভাতী অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষ বরন অনুষ্ঠানের সূচনা হয়। এরপর নাচে, গানে, কবিতা আবৃত্তি, ঢাক উৎসব, রাখী উসৎব এবং বিশিষ্টজনদের উত্তরীয় পড়িয়ে বর্ষবরণ করেন সাংস্কৃতিক কর্মীরা। সকাল সাড়ে ৮টায় বিএম স্কুল চত্বর থেকে একটি বিশাল মঙ্গল শোভাযাত্রা বের হয়। পুলিশের কঠোর নিরাপত্তায় মঙ্গল শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফের বিএম স্কুল মাঠে গিয়ে শেষ হয়। মহানগর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল, বীর মুক্তিযোদ্ধা মাহবুব উদ্দিন আহমেদ বীর বিক্রম, যুবরত্ন সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, পুলিশ কমিশনার এসএম রুহুল আমীন সহ বিভিষ্টজনদের নেতৃত্বে এবারের মঙ্গল শোভাযাত্রায় বিশেষত্ব ছিলো ‘দাদু’। এছাড়া দিনভর সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বর্ষবরণ উপলক্ষ্যে বিএম স্কুল মাঠে ৩ দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করেছে উদীচী।
এদিকে, সকাল ৭টায় নগরীর সদর রোডের সিটি কলেজ চত্বরে নৃত্য, সংগীত এবং আবৃত্তি পরিবেশন শেষে গুণীজন ও মুক্তিযোদ্ধাদের রাখি পরানোসহ সন্মাননা প্রদান করে বর্ষবরণ করে চারুকলা বরিশাল। ৭টা ৫৯ মিনিটে সিটি কলেজ মাঠ থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বরিশাল বিশ্ববিদ্যালয় ও জেলা প্রশাসনের পৃথক মঙ্গল শোভাযাত্রা এবং প্রেসক্লাব পান্তা উৎসব ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করে। এছাড়াও বিএম কলেজ, জেলা পুলিশ, আপন সংগীত বিদ্যালয় এবং শব্দাবলী গ্রুপ থিয়েটার পৃথক বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করে। টিবি হাসপাতাল মাঠে চাঁদের হাটের উদ্যোগে আয়োজন করা হয়েছে ৩ দিনব্যাপী বৈশাখী মেলার।
বর্ষবরনেণের অনুষ্ঠানে আগত সবাই অশুভ শক্তির বিনাশ এবং অতীতের জরাজীর্ণতা পেছনে ফেলে পৃথিবীর সকল মানুষের মঙ্গল কামনা করেন। তারা নতুন বছরে জঙ্গীবাদ-সন্ত্রাসবাদ মুক্ত একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের প্রত্যাশা করেন।
নতুন বছরে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার প্রত্যাশা করেন মহানগর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল ও যুবরত্ন সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।
এদিকে, বর্ষবরণের সকল অনুষ্ঠান নির্বিঘ্নে এবং উৎসবমুখর করতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার এস এম রুহুল আমীন।