29 C
Dhaka
এপ্রিল ৩০, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
প্রচ্ছদ বরিশাল বাংলার মুখ পরিবার

বরিশালে বাংলা নববর্ষকে ঘিরে ব্যাপক প্রস্তুতি

নানা সাংস্কৃতিক আয়োজনে পুরাতন বছর বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে ব্যাপক প্রস্তুতি চলছে বরিশালে।

শুক্রবার বছরের শেষ দিন নগরীর বিভিন্ন স্থানে আয়োজন করা হয়েছে বর্ষবিদায় অনুষ্ঠানের।

পহেলা বৈশাখ সকালে প্রভাতী অনুষ্ঠান, রাখী বন্ধন, ঢাক উৎসব, সাংস্কৃতিক আয়োজন, উদীচী ও চারুকলার পৃথক মঙ্গল শোভাযাত্রা এবং পৃথক বৈশাখী মেলার মাধ্যমে বাংলা নববর্ষ বরনের প্রস্তুতি নিয়েছে এখানকার সাংস্কৃতিক কর্মীরা।

উদীচী বরিশালের সহসভাপতি আবুল খায়ের সবুজ জানান, শনিবার সকাল সাড়ে ৬টায় বিএম স্কুল মাঠে প্রভাতী অনুষ্ঠানের মধ্য দিয়ে উদীচীর বর্ষবরন অনুষ্ঠানমালা শুরু হবে। ঢাক উৎসব, রাখী বন্ধন, উত্তরীয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে সকাল সাড়ে ৮টায় মঙ্গল শোভাযাত্রা বের করবে উদীচী। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও বিএম স্কুল মাঠে আয়োজন করা হয়েছে ৩দিনব্যাপী বৈশাখী মেলা।

চারুকলা বরিশালের সাধারন সম্পাদক অসীম বনিক জানান, বাংলা নববর্ষের দুই দিনব্যাপী অনুষ্ঠানমালা শুরু হবে আজ সকাল ৭টায় নগরীর সদর রোডের সিটি কলেজ চত্তরে। নৃত্য, সংগীত এবং আবৃত্তি পরিবেশন শেষে গুনীজন ও মুক্তিযোদ্ধাদের রাখি পড়ানো সহ সন্মাননা প্রদান করা হবে। ৭টা ৫৯ মিনিটে সিটি কলেজ মাঠ থেকে বের হবে মঙ্গল শোভাযাত্রা।

এছাড়া টিবি হাসপাতাল মাঠে চাঁদের হাটের আয়োজনে ৩দিনব্যাপী বৈশাখী মেলা, প্রেসক্লাবে পান্তা উৎসব, জেলা প্রশাসন, বরিশাল বিশ্ববিদ্যালয়, বিএম কলেজ ও আপন সংগীত বিদ্যালয় পৃথকভাবে বাংলা বর্ষ বরন আয়োজন করেছে। কেন্দ্রিয় শহীদ মিনারে বৈশাখী উৎসবের আয়োজন করেছে শব্দাবলী গ্রুপ থিয়েটার।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার এসএম রুহুল আমিন বলেন, বরিশালে বর্ষবরনের সকল অনুষ্ঠান নির্বিঘ্ন এবং শান্তিপূণৃ করতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে পুলিশ।

এদিকে গতকাল চৈত্র সংক্রান্তির দিনে বর্ষবিদায় উপলক্ষে নগরীতে সাংস্কৃতিক আড্ডা ও লোকজ অনুষ্ঠানের আয়োজন করেছে খেয়ালী গ্রুপ থিয়েটার ও গণশিল্পী সংস্থা। নগরীর অশ্বিনী কুমার হল চত্তরে গণশিল্পির লোকজ অনুষ্ঠানে লোকনৃত্য, আবৃত্তি, রবীন্দ্র, নজরুল, লালন, হাচন, মুর্শিদী, ভাটিয়ালী, বাউল, আঞ্চলিক ও পুরনো দিনের গান পরিবেশিত হয়। জগদ্বীস সারস্বত বালিকা স্কুল এন্ড কলেজ মাঠে সাংস্কৃতিক আড্ডায় সুর ও ছন্দের সঙ্গে ছিল বাঙালির ঐতিহ্যবাহী খাবারের পসরা।

সম্পর্কিত পোস্ট

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

জাতিসংঘ মহাসচিব ঢাকায়

banglarmukh official