28 C
Dhaka
জুলাই ৭, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ প্রশাসন বরিশাল

বরিশালে শ্বশুরকে জামাইয়ের মারধর, অপমানে আত্মহত্যা

নিউজ ডেস্ক:

বরিশালের গৌরনদী উপজেলায় যৌতুক না দেয়ায় শ্বশুরকে মারধর করেছে এক জামাই। এতে অপমান সইতে না পেরে আত্মহত্যা করেছেন শ্বশুর গফুর সরদার (৬০)।

শুক্রবার সকালে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। নিহত গফুর সরদার উপজেলার কমলাপুর গ্রামের বাসিন্দা ছিলেন।

নিহত গফুর সরদারের স্বজনরা জানান, গফুর সরদারের মেয়ে তামান্না বেগম (১৮) প্রেমের টানে গত সাড়ে ৩ মাস আগে প্রতিবেশী মোক্তার হাওলাদারের ছেলে তাওহীদ হাওলাদারের (২৪) হাত ধরে ঘর ছাড়ে। পরে তারা কালকিনি থানা পুলিশের হাতে আটক হলে উভয় পরিবারের অভিভাবকের উপস্থিতিতে বিয়ে সম্পন্ন হয়। কয়েক দিন যেতে না যেতে জামাই তাওহীদ শ্বশুর গফুরের কাছে দুই লাখ টাকা যৌতুক দাবি করেন। যৌতুক দিতে অপারগতা প্রকাশ করায় গত ২৪ এপ্রিল (বুধবার) তাওহীদ তার শ্বশুর গফুরকে লাঞ্ছিত করেন। এ ঘটনায় গৌরনদী থানায় একটি সাধারণ ডায়রি করলে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি গ্রাম্য সালিশ-বৈঠকে মীমাংসার পরামর্শ দেয়।

ওইদিন রাতে গ্রাম্য সালিশ বৈঠকে গ্রামের মাতব্বররা জামাই তাওহীদকে যৌতুক হিসেবে নতুন একটি ইজিবাইক কিনে দিতে বলেন গফুরকে। ইজিবাইক কেনার টাকা না থাকায় পরদিন বৃহস্পতিবার সকালে যৌতুক দিতে অস্বীকার করলে তাওহীদ তার শ্বশুর গফুরকে মারধর করেন। এতে চরম অপমানে বিকেলে সাড়ে ৩টার দিকে পরিবারের সদস্যদের অজান্তে গফুর কীটনাশক পান করে অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিক তাকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে গফুর সরদারের মৃত্যু হয়।

বরিশাল কোতোয়ালী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম জানান, গফুর সরদারের মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের জন্য গফুরের মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে।

গৌরনদী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বলেন, গফুর সরদারের মৃত্যুর ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সম্পর্কিত পোস্ট

বরিশালে যুবলীগ কর্মীর তাণ্ডব: মা-মেয়েকে কুপিয়ে জখম

banglarmukh official

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official