স্টাফ রিপোর্টার// শাওন অরন্য:
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, বরিশাল জেলা সংসদ ও বরিশাল নাটকের সহযোগিতায় আয়জিত ৩৭ তম উদীচী বৈশাখী মেলার আজ শেষ দিন।
ফাইল ছবি।
বরিশাল বি এম (ব্রজমোহন) স্কুলে গত ১৪ এপ্রিল থেকে শুরু হয়ে আজ ১৬ এপ্রিল পর্যন্ত চলে এই মেলা। বরিশাল উদীচীর আয়োজনে এই মেলা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
ছবি: শাওন অরন্য।
এ মেলায় আজ নৃত্য পরিবেশন করেন বরিশালের তথা সমগ্র বাংলাদেশের বিখ্যাত শফিক ব্যালে ট্রুপ। এ ছাড়া গান পরিবেশন করেন ভিডাব্লিউএফ নার্সিং কলেজের ছাত্র ছাত্রীবৃন্দ। আরো গান পরিবেশন করে বরিশালের সনামধন্য গানের গ্রুপ সুরলাহরি। প্রদীপ প্রজ্যলনের মধ্য দিয়ে ২১ শে পদক প্রাপ্ত গুনিজন নিখিল সেনের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
ছবি: শাওন অরন্য।
ছবি: শাওন অরন্য।