29 C
Dhaka
মে ৮, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ বরিশাল

বরিশাল দলসহ আন্তজেলা মহিলা কাবাডি প্রতিযোগিতা শুরু

অনলাইন ডেস্ক:

আন্তজেলা মহিলা কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন করেন ডিআইজি হাবিবুর রহমান ।

ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সের মাঠে শুরু হয়েছে আন্তজেলা মহিলা কাবাডি প্রতিযোগিতা।

বুধবার (১০ এপ্রিল) বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও পুলিশ সদর দফতরের ডিআইজি (প্রশাসন) হাবিবুর রহমান এই প্রতিযোগিতার উদ্বোধন করেন।

জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এই কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।

বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কাবাডি প্রতিযোগিতায় ১৯টি জেলা থেকে ২২৮ জন খেলোয়াড় অংশ নিয়েছেন। এবারের প্রতিযোগিতায় খেলোয়াড়দের অনূর্ধ্ব বয়স ১৫ বছর নির্ধারণ করা হয়েছে। প্রতিযোগিতায় অংশ নেওয়া দলগুলো হচ্ছে— হবিগঞ্জ, গোপালগঞ্জ, ঢাকা, রংপুর, বরিশাল, নড়াইল, কিশোরগঞ্জ, গাজীপুর, জামালপুর, ময়মনসিংহ, রাঙ্গামাটি, চাঁপাইনবাবগঞ্জ, ফরিদপুর, গাইবান্ধা, নারায়ণগঞ্জ, মাদারীপুর, কুমিল্লা, বগুড়া এবং রাজবাড়ী জেলা।

উদ্বোধনী খেলায় নড়াইল জেলা ফরিদপুরকে, রংপুর জেলা গোপালগঞ্জকে ও রাঙ্গামাটি জেলা ময়মনসিংহ জেলাকে হারিয়েছে। জামালপুর জেলা কুমিল্লা জেলা দলের সঙ্গে ওয়াকওভার পায়।

মহিলা ক্রীড়া সংস্থার সিনিয়র সহ-সভাপতি আঞ্জুমান আরা আকসিরের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় ক্রীড়া পরিষদের সহকারী পরিচালক (ক্রীড়া) সৈয়দা তাসলিমা আক্তার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া, সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কাবাডি সাব-কমিটির আহ্বায়ক ফিরোজা করিম নেলীসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official