বরিশাল সংবাদপত্র হকার্স ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে এই ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। ইফতার অনুষ্ঠান পরবর্তীত নবনির্বাচিত নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করান বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।
এর আগে বরিশাল প্রেসক্লাবে ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সহ-সভাপতি পুলক চ্যাটার্জি ও কাজী আল মামুন, সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, সাংবাদিক ইউনিয়ন বরিশালের সভাপতি সাইফুর রহমান মিরণ, দৈনিক ভোরের অঙ্গিকার পত্রিকার সম্পাদক মাহফুজুর রহমান সুজন, দৈনিক দখিনের মুখ পত্রিকার যুগ্ম সম্পাদক ডা. আল আমিন, বরিশাল প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক আরিফিন তুষার, পাঠাগার সম্পাদক খান রুবেল, দৈনিক আলোকিত বরিশাল পত্রিকার সম্পাদক এস. আলাল, বরিশাল মহানগর মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি,বরিশাল অনলাইন প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য,বাংলার মুখ ২৪.কম এবং দৈনিক বরিশাল সংবাদ এর প্রকাশক ও সম্পাদক মুহাঃ পলাশ চৌধুরী, বরিশাল প্রেসক্লাবের সদস্য জিয়াউদ্দিন বাবু, সংবাদপত্র হকার্স ইউনিয়ন নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার মো. মাহমুদুল হাসান কামাল, এম রহমান নিউজ এজেন্সির পরিচালক মো. ফিরোজ কামাল, মো. রিয়াজ হোসেন, মো. জাকির হোসেন, রকি নিউজ এজেন্সির সত্ত্বাধিকারী মো. রকি, সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি মো. নেছার জমাদ্দার ও সাধারণ সম্পাদক মো. মাসুম সিকদার প্রমূখ। এছাড়া অনুষ্ঠান পরিচালনা করেন বরিশাল সংবাদপত্র হকার্স ইউনিয়নের কোষাধ্যক্ষ আসাদুজ্জামান রিপন।
দোয়া মোনাজাত এবং ইফতার পরবর্তী নগরীর কালিবাড়ি রোডে সেরনিয়াবাত ভবনে হকার্স ইউনিয়নের নবনির্বাচিত নেতৃবৃন্দকে শপথ করানো হয়। তাদের শপথ বাক্য পাঠ করান বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।