25 C
Dhaka
মে ১, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
করোনা জেলার সংবাদ বরিশাল

বরিশাল শেবাচিমের করোনা ওয়ার্ডে প্রস্তুত ১৮ আইসিইউ বেড

প্রস্তুত করা হয়েছে।

 

করোনায় আক্রান্ত সংকটাপন্ন রোগীদের জন্য এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল পরিচালক ডাঃ বাকির হোসেন।

 

শুক্রবার বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, হাসপাতালের করোনা ওয়ার্ডে তৃতীয় তলায় এই ১৮টি বেড প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া ৮ বেডের সাথে আরো দুইটি বেড হাসপাতালের মূল আইসিইউ ইউনিটে রাখা হয়েছে। সর্বমোট ২৮টি আইসিইউ বেড প্রস্তুত রয়েছে আমাদের। কোনো রোগীর সমস্যা গুরুত্বর হলেই আমরা এগুলো ব্যবহার করতে পারবো। আর শুক্রবার থেকেই আইসিইউ বেডগুলো সব প্রস্তুত করা হয়েছে।

 

পরিচালক আরো জানান, করোনা ওয়ার্ডের আইসিইউ ইউনিটের জন্য একটি টিম প্রস্তুত করা হয়েছে। যার মধ্যে ৪জন চিকিৎসক ও ৩০ জন নার্স রয়েছে। প্রতি শিফটে ১ জন ডাক্তার ও ১ জন নার্স এখানে দায়িত্ব পালন করবেন। একসাথে বেশি লোক দিলে সমস্যা হতে পারে। বেশি লোক দায়িত্ব পালন করায় এবং রোগীর ভুল তথ্যের কারণে ইতিমধ্যে আমাদের মেডিসিন ইউনিট ৩ লকডাউন করা হয়েছে। আইসোলেশনে পাঠানো হয়েছে ৪০/৪৫ জন চিকিৎসককে। করোনা পজিটিভ এসেছে ৪ চিকিৎসকের। বেশি লোক থাকলে যদি একসাথে কয়েকজন আক্রান্ত হয়ে যায় তাহলে এমনই সমস্যা আবারো হতে পারে। তাই শিফট অনুযায়ী কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এখানে।

সম্পর্কিত পোস্ট

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official