হুজাইফা রহমানঃ
বর্ষবরণ অনুষ্ঠানের সময় সঙ্কোচনের প্রতিবাদে বরিশালে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, বরিশাল জেলা সংসদের আয়োজনে আজ বিকেল পাঁচটায় স্কুল প্রাঙ্গণে এই সমাবেশের আয়োজন করা হয়। উদীচী বরিশালের সাধারণ সম্পাদক স্নেহাংশু বিশ্বাসের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, ছাত্র ইউনিয়ন বরিশাল জেলা সভাপতি দীপংকর কুন্ডু, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ এর সাবেক গল।
সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ক্যাব সম্পাদক রনজিৎ দত্ত, গণফোরাম সভাপতি হিরণ কুমার দাস, খেলাঘর সভাপতি জীবন কৃষ্ণ দে, সিপিবি বরিশাল জেলা সভাপতি এ্যাডভোকেট একে আজাদ, এ উদীচী শিল্পীগোষ্ঠী’র কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক বদিউর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন, উদীচী বরিশাল, বরিশাল নাটক সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী বৃন্দ। উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন, উদীচী বরিশালের সভাপতি এ্যাডভোকেট বিশ্বনাথ দাস মুন্সী।
