প্রিন্স মুন্সী:
বরিশাল-বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাবুগঞ্জ থানা পুলিশ। ৩০ মার্চ দুপুরে উপজেলার রাকুদিয়া গ্রাম থেকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা জব্দ করা হয়।
আটককৃত হলেন, রহমতপুর গ্রামরে মাছ ব্যবসায়ী নূর হোসেনের ছেলে মো. সজল (২৫)। জানা যায় বাবুগঞ্জ উপজেলার ছাত্রদলের নেতা সজল দীর্ঘ দিন মাদক ব্যবসার সাথে জরীত।
বাবুগঞ্জ থানার ওসি আব্দুস সালাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে এসআই মোঃ তাজেল ইসলাম, এএসআই মোঃ রাজু আহম্মেদ, এএসআই শ্রী পলাশ ও এএসআই মোঃ কামাল হোসেন অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা জব্দ করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলার দায়েল করে শনিবার কোডে চালান দেয়া হয়েছে।