কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ঘরের মাঠে টস জিতেছে চেন্নাই সুপার কিংস। প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
দুই দলের লড়াই হবে সমানে সমানে। সমান ৪ ম্যাচে সমান ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে পাঞ্জাব আছে পয়েন্ট তালিকার তৃতীয় অবস্থানে। রানরেটে পিছিয়ে থাকায় চেন্নাই চারে।
পাঞ্জাব একাদশে আজ এসেছে দুটি পরিবর্তন। হার্দাস ভিলজয়েন আর মুজিব উর রহমানের জায়গায় এসেছেন ক্রিস গেইল আর অ্যান্ড্রু টাই।
চেন্নাই এনেছে তিন পরিবর্তন। আইপিএল অভিষেক হচ্ছে কাগেলিনের। হরভজন সিং ফিরেছেন, মৌসুমের প্রথম ম্যাচ খেলতে নামছেন ফাফ ডু প্লেসিস। বাদ পড়েছেন চোটে পড়া ডোয়াইন ব্রাভো, মোহিত শর্মা আর শার্দুল ঠাকুর।
চেন্নাই একাদশ : শেন ওয়াটসন, ফাফ ডু প্লেসিস, আম্বাতি রাইডু, সুরেশ রায়না, কেদর যাদব, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, স্কট কাগেলিন, দীপক চাহার, হরভজন সিং, ইমরান তাহির।
পাঞ্জাব একাদশ : লোকেশ রাহুল, ক্রিস গেইল, মায়াঙ্ক আগারওয়েল, সরফরাজ খান, মানদ্বীপ সিং, ডেভিড মিলার, স্যাম কুরান, রবিচন্দ্রন অশ্বিন (অধিনায়ক), মুরুগান অশ্বিন, অ্যান্ড্রু টাই, মোহাম্মদ শামি।