35 C
Dhaka
মে ৭, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
প্রচ্ছদ বরিশাল

মাঝরাতে নদীবন্দরে মে‌ডিক্যাল বুথ, মিলছে করোনার ভ্যাক‌সিনও

আসন্ন ঈদুল ফিতরে ঘরমুখো যাত্রীদের জন্য ব‌রিশাল নদীবন্দরে মে‌ডিক্যাল বুথ খোলা হয়েছে।

এ মেডিক্যাল বুথের অধীনে করোনার তৃতীয় ডোজ ভ্যাক‌সিন গ্রহণের পাশাপাশি প্রাথমিক স্বাস্থ্য সেবা নেওয়া যাচ্ছে।

সেই সঙ্গে গুরুত্বর রোগীদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য সর্বাধুন‌কি এক‌টি অ্যাম্বুলেন্স রাখা হয়েছে।
অপর‌দিকে অসুস্থ ও চলাচলে অক্ষমদের জন্য প্রস্তুত রাখা হয়েছে সেচ্ছাসেবকসহ হুইলচেয়ার।

মাঝরাতে ঢাকা থেকে ব‌রিশালে আসা যাত্রীরা এরইমধ্যে মে‌ডিক্যাল বুথ ও ছাত্রলীগ নেতাকর্মী প‌রিচা‌লিত সে‌চ্ছাসেবকদের সহায়তা নিচ্ছেন।

মে‌ডিক্যাল বুথের সহায়তা নেওয়া এক যুবক জানান, সময়ের সল্পতায় তৃতীয় ডোজের টিকা নিতে পারেন‌নি তিনি।

কিন্তু ব‌রিশাল নদী বন্দরে মাঝরাতে নেমে টিকা নেওয়ার সু‌বিধার কথা জানতে পেরে, তাৎক্ষ‌নিক মে‌ডিক্যাল বুথ থেকে কোন ঝামেলা ছাড়াই নিয়ে টিকা নিয়েছেন তিনি।
অপর‌দিকে জিয়া নামের এক ব্যক্তি বলেন, চলাচলে অক্ষম অসুস্থ ভাইকে নিয়ে ব‌রিশালে আস‌ার পথে চিন্তা কর‌ছিলাম কিভাবে গা‌ড়ি পর্যন্ত পৌঁছাবো।

তবে এখানে এসে দেখলাম হুইল চেয়ার নিয়ে কিছু তরুণ দাঁড়িয়ে আছে। তাদের সহযোগীতা চাইতেই, কে‌বিন থেকে ভাইকে না‌মিয়ে হুইল চেয়ারে করে গা‌ড়ি পর্যন্ত পৌঁছে তাতে আবার তুলেও দিলেন। পরে জানলাম এরা ছাত্রলীগের কর্মী, মেয়রের আহ্বানে তারা সেচ্ছাশ্রমে এ কাজ করছেন।
সি‌টি করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস বলেন, সি‌টি করপোরেশনের স্টাফদের বা‌হিরে ছাত্রল‌ীগের দুইশত নেতাকর্মী ব‌রিশালে এসে পৌঁছানো যাত্রীদের সেবায় নিয়ো‌জিত রয়েছে।

অপর‌দিকে মাঝরাতে নদী বন্দ‌র এলাকায় কার্যক্রম প‌রিদর্শনে এসে সিটি মেয়র ও নগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সের‌নিয়াবাত সা‌দিক আব্দুল্লাহ বলেন, ঘরমুখো মানুষের বি‌ভিন্ন সেবায় নদী বন্দর ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বা‌হিনীর পাশাপা‌শি আমাদের সেচ্ছাসেবকরা কাজ করছে। এছাড়া সি‌টি করপোরেশনের পক্ষ থেকে যাত্রীদের জন্য ফ্রি বাস সা‌র্ভিস, অসুস্থ যাত্রীদের জন্য অ্যাম্বুলেন্স ও হুইল চেয়ার সা‌র্ভিস রয়েছে।

সম্পর্কিত পোস্ট

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

জাতিসংঘ মহাসচিব ঢাকায়

banglarmukh official