অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল মঙ্গলবার মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের পরিচালনা পর্ষদের সঙ্গে ক্লাবটির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা শেষে বলেছেন, মোহামেডান এখনো শক্তিশালী দল। সারা জীবন শক্তিশালী থাকবে।
কথাগুলো তিনি বলেছেন গণমাধ্যমের একটি প্রশ্নের জবাবে। যে ক্লাবটি নিয়ে অর্থমন্ত্রী দীর্ঘ সময় সভা করেছেন সেই মোহামেডানের মাঠের পারফরম্যান্স এখন ভালো নয়। দেশের ক্রীড়াঙ্গনের স্বার্থে মোহামেডানকে শক্তিশালী হওয়া প্রয়োজন কিনা- তার কাছে এমন প্রশ্ন ছিল একজনের।
প্রশ্ন শুনেই অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘দেশের ক্রীড়াঙ্গনের স্বার্থে মোহামেডানের শক্তিশালী হতে হবে মানে? মোহামেডান তো এখনো শক্তিশালী। সারা জীবন শক্তিশালী থাকবে। দেশের ক্রীড়াঙ্গন মোহামেডান ছাড়া হয়েছে? হয়নি। একটা সময়ে হয়তো সফল হচ্ছে না। ৩ মাস বা ৬ মাস তাতে কী? ম্যানচেস্টার ইউনাইটেড কী সারা জীবন চ্যাম্পিয়ন হয়? অ্যাস্টন ভিলা সারা জীবন চ্যাম্পিয়ন হয়েছে নাকি? কী আজব ব্যাপার!
অর্থমন্ত্রী আরো বলেছেন, ‘খেলাধুলায় কেউ কখন চ্যাম্পিয়ন হবে আবার নিচে নামবে। হতেই পারে। খেলাধুলায় যে চ্যাম্পিয়ন হয় তাকেও দরকার। আবার যে হারে তাকেও দরকার। কুমিল্লা ভিক্টোরিয়ান্স আমাদের। কুমিল্লা ভিক্টোরিয়ান্স কী প্রতিবার চ্যাম্পিয়ন হয়? তাহলে? এটা কী সম্ভব? খেলাধুলায় গ্যারান্টির কিছু আছে যে প্রতিবার চ্যাম্পিয়ন হবে।