স্টাফ রিপোর্টার//শাওন অরন্য:
ব্যপক উৎসাহ, আনন্দঘন পরিবেশ এবং বর্নীল আয়োজনের মধ্য দিয়ে পালিত হল রাজধানী নার্সিং কলেজ ও ম্যাট্স বরিশালের নববর্ষ বড়ন।
ছবি: শাওন অরন্য।
এ নববর্ষ বড়ন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজধানী নার্সিং কলেজ ও ম্যাট্সের চেয়ারম্যান জনাব অধ্যাপক জহিরুল ইসলাম। উপদেস্টা বিশিষ্ট সাংবাদিক জনাব সাইফুর রহমান মিরন। রাজধানী ম্যাট্সের অধ্যক্ষ ড. স্বপন কুমার মিত্র। রাজধানী নার্সিং কলেজের উপাধ্যক্ষ পিংকী রানি শিল সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ,সকল অফিসিয়াল স্টাফ এবং সকল ছাত্র ছাত্রীবৃন্দ।
ছবি: শাওন অরন্য।
কলেজ প্রাঙ্গন থেকে অধ্যক্ষ ড. স্বপন কুমার মিত্রের নেত্রিত্বে শিক্ষক ছাত্র ছাত্রী সহ সবাই মঙ্গোলশোভা যাত্রায় অংশ গ্রহনের জন্য বি এম(ব্রজ মোহন) স্কুলে যায়। সেখান থেকে উদিচী বরিশাল নাটকের সাথে মূল শোভাযাত্রায় অংশগ্রহণ করে। শোভাযাত্রাটি বি এম(ব্রজ মোহন) স্কুল থেকে শুরু হয়ে নগরীর কালিবাড়ি রোড,সদর রোড,অশ্বিনী কুমার টাউন হল, গীর্জা মহল্লা,ফলপট্টি,চকবাজার, লাইন রোড,সদর হাসপাতাল রোড হয়ে আবার বি এম( ব্রজমোহন) স্কুলে এসে শেষ হয়।
ছবি: শাওন অরন্য।
অধ্যক্ষ ড. স্বপন কুমার মিত্র বলেন, এবার ৩৭তম উদিচী বৈশাখি মেলায় আসতে পেরে তিনি অনেক আনন্দিত। উপাধ্যক্ষ পিংকী রানি শিল বলেন,বাঙালীর প্রানের উৎসব বৈশাখি মেলা। আর এই মেলায় তিনি তার সকল ছাত্র ছাত্রীদের নিয়ে আসতে পেরেছেন তাই তিনি অনেক আনন্দিত এবং গর্বিত। শোভাযাত্রা শেষে রাজধানী নার্সিং কলেজ ও ম্যাট্সের ক্যাম্পাসে ইলিশ পান্তার আয়োজন করা হয়। ইলিশ পান্তার আয়োজনে ছাত্র ছাত্রীরা অনেক আনন্দ প্রকাশ করেন।
ছবি: শাওন অরন্য।
ছবি: শাওন অরন্য।