26 C
Dhaka
এপ্রিল ৩০, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ বরিশাল

রাস্তাতো নয় এ যেন বিল

স্টাফ রিপোর্টার//শাওন অরন্য:

তুস খালি রোড মঠবাড়িয়া উপজেলার একটা বড় রাস্তা। যে রাস্তা মঠবাড়িয়া পৌড়সভার সামনে দিয়ে তুস খালি বাজার হয়ে ভান্ডারিয়ার সাথে মিশেছে৷ এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজারো মানুষের চলাচল। এই রাস্তার বেশ কিছু জায়গায় ভয়ানক ভাবে ভাঙ্গা এবং তার ফলে অনেক জায়গায় গর্তের সৃস্টি হয়েছে। একটু বৃষ্টি হলেই রাস্তা তলিয়ে যায়। অনেক পানি জমে যায় রাস্তায়। একটু দূরে থেকে দেখলে মনে হয় এ যেন আর এক খাল।

ছবিঃ শাওন অরন্য।

নেই কোন পানি নিস্কাসনের ব্যবস্থা। অনেক ঝুকি নিয়ে প্রতিদিন হাজারো লোকের চলতে হয় এই পথে।পানি জমে জাওয়ার কারনে রাস্তা ঠিক ভাবে দেখা জায় না যার ফলস্রুতিতে প্রতিদিনি ছোট বা বড় দুর্ঘটনা লেগেই থাকে।

পানি জমে থাকার কারনে রাস্তার ভিতর বড় বড় গর্ত দেখা যায় না আর তার কারনে প্রায়ই রিকশা চাকা হোচট খেয়ে যাত্রিরা রিকশা থেকে পরে যায় বা রিকশা উল্টে ঘটে যায় নানা দুর্ঘটনা । বছরের পর বছর ধরে চলছে এই সমস্যা,যার কোন সমাধান হচ্ছে না।

ছবিঃ শাওন অরন্য।

পরিচয় গোপন রাখার শর্তে স্থানীয় জনসাধারণ জানান, অনেক বছর ধরে কোন সংস্কার নেই। রাস্তার ঠিক করার জন্য কারো কোন উদ্যোগ নেই। তাই প্রধানমন্ত্রীর কাছে তাদের আবেদন তিনি যেন অতি দ্রুত এই সমস্যার সমাধানে এগিয়ে আসেন।

সম্পর্কিত পোস্ট

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official