র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালকের দায়িত্ব সামলানো ড. বেনজীর আহমেদ হচ্ছেন পুলিশের পরবর্তী মহাপরিদর্শক (আইজিপি)। তিনি বর্তমান আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর স্থলাভিষিক্ত হবেন। এ কারণে র্যাবের নতুন মহাপরিচালক (ডিজি) হচ্ছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।
মঙ্গলবার (৭ এপ্রিল) স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে এ বিষয়ে সারসংক্ষেপে প্রধানমন্ত্রীর কার্যালয় পাঠানোর পর প্রধানমন্ত্রী তা অনুমোদন দিয়েছেন বলে জানা গেছে।
সূত্রটি জানিয়েছে, আজ বা কালের মধ্যে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হবে।
সুনামগঞ্জের শাল্লা উপজেলার শ্রীহাইল গ্রামের বনেদী পরিবারের সন্তান আবদুল্লাহ আল মামুন গত বছর মে মাসে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পান। এর পূর্বে তিনি ঢাকা রেঞ্জের ডিআইজি ছিলেন।