স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বরিশাল লঞ্চঘাটে প্রবেশে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদ করলে স্বামী-স্ত্রীসহ তিনজনকে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। সোমবার বরিশাল লঞ্চ টার্মিনালের ১ নম্বর প্রবেশ পথে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত ওই স্বামী-স্ত্রী বরিশাল কোতয়ালী মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, সোমবার দুপুর আড়াইটার দিকে নগরীর লুৎফর রহমান সড়কের মেহেদী হাসানের স্ত্রী মোসাঃ সুফিয়া আক্তার (২৫) ও তার ছোট ভাই ইউসুফ মেহেন্দীগঞ্জ যাওয়ার জন্য ১নং লঞ্চঘাটে আসলে টিকেট কাউন্টারের লোকজন অতিরিক্ত ভাড়া দাবী করে।
অতিরিক্ত ভাড়ার প্রতিবাদ করলে টিকেট কাউন্টার লেলিন এবং মোঃ রফিক তাদের উপর চড়াও হয়। তাদের সাথে তর্ক-বিতর্ক শুরু হয়। এক পর্যায় সুফিয়ার ছোট ভাই ইউসুফকে মারধর করে।
পরে সুফিয়ার স্বামী মেহেদী হাসান আসলে তাকেও কলার ধরে মারধর করে। এ সময় সুফিয়ার ডাকচিৎকারে স্থানীয় লোকজন চলে আসে। পরে মেহেদী হাসানকে মারধর করে পুলিশে দিবে বলে হুমকি দেয়। এ ঘটনায় মেহেদী হাসানের স্ত্রী সুফিয়া আক্তার বাদী হয়ে মোঃ লেলিন (৩০) এবং মোঃ রফিক (৫৫) বিবাদী করে অভিযোগ দায়ের করেছেন।
এ ব্যাপারে মেহেদী হাসান জানান, স্ত্রী, শ্যালিকা এবং শ্যালক মেহেন্দীগঞ্জ যাওয়ার জন্য লঞ্চঘাটে গেলে কাউন্টারের লোকজন অতিরিক্ত ভাড়া নিয়ে তাদেরকে মারধর এবং লাঞ্ছিত করে। অভিযোগ দায়ের করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ^াস দেন থানা পুলিশ।


















