26 C
Dhaka
মে ৭, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় প্রচ্ছদ বরিশাল

শেক্সপিয়ার তথাকথিত প্রভাবশালীদের বিরুদ্ধে লিখেছেন– বেনজীর আহমেদ

বরিশালে শেক্সপিয়ারের জন্মবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তিতায় র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, শেক্সপিয়ার তথাকথিত প্রভাবশালীদের বিরুদ্ধে লিখেছেন, লিখেছেন শোষিতদের পক্ষে। শেক্সপিয়ারের কাছ থেকে বর্তমান প্রজন্মের অনেক কিছু শেখার আছে ।

‘শেক্সপিয়ার শুধু ইংরেজী সাহিত্যকেই সমৃদ্ধ করেনি, তিনি ইংরেজী ভাষাকেও সমৃদ্ধ করেছেন। সৃষ্টি করেছেন ১৭শ’র বেশী শব্দ।কারো কারো মতে এর সংখ্যা আরো বেশী বলে মন্তব্য করেন র‌্যাব মহাপরিচালক।

সোমবার দুপুর সোয়া ২টায় সরকারী বরিশাল কলেজের ইংরেজী বিভাগের উদ্যোগে আয়োজিত শেক্সপিয়ারের ৪৫৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সরকারী বরিশাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক খন্দকার অলিউল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের অধ্যাপক ড. মু. মুহসিনউদ্দিন, সরকারি বিএম কলেজের ইংরেজী বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধাপক এইচএম মাহবুবুল আলম।

এছাড়া অনুষ্ঠানে বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শফিকুর রহমান, রেঞ্জ ডিআইজি মো. শফিকুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশ কমিশনার এসএম রুহুল আমীন, র‌্যাব-৮’র বিদায়ী অধিনায়ক উইং কমান্ডার হাসান ইমন আল রাজিব, নবাগত কমান্ডার অতিরিক্ত ডিআইজি আতিকা ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

সম্পর্কিত পোস্ট

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

আছিয়া ধর্ষণ ও হত্যার বিচার ৭ দিনের মধ্যে শুরু হবে: আইন উপদেষ্টা

banglarmukh official

শুক্রবার কক্সবাজার যাচ্ছেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

banglarmukh official