মে ১১, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ বরিশাল

শেবাচিমে নানা উদ্যোগে পালিত হচ্ছে জাতীয় সেবা সপ্তাহ

স্টাফ রিপোর্টার//তানজিম হোসাইন রাকিব:

আজ ১৬ এপ্রিল ৫ দিন ব্যাপী জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ উপলক্ষে ব্যপক কর্মসূচীর আয়োজন করেছে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।

আয়োজনের মধ্যে রয়েছে বিশেষজ্ঞ চিকিৎসক কর্তৃক ব্যপক জনসচেতনার জন্য স্বাস্থ্য বিষয়ক প্রচার প্রচারণা, বর্তমান সরকারের স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নয়ন নিয়ে রামাণ্য চিত্র প্রদর্শন , আলোচনা সভা, সচেতনা মূলক র‌্যালী, আলোক সজ্জা, সেচ্ছায় রক্ত দান কর্মসূচী ও শুক্রবার বন্ধের দিন বহিঃবিভাগে চিকিৎসা সেবা প্রদান।

হাসপতাালের পরিচালক ডাঃ মোঃ বাকির হোসেন জানিয়েছে, স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের নির্দেশনা অনুয়ায়ী সারা দেশের ন্যায়ে আজ ১৬ এপ্রিল থেকে ২০ এপ্রিল বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপতাালে পালিত হবে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ-২০১৯। এ উপলক্ষ্যে আজ প্রথম দিনে (১৬ এপ্রিল) শেবাচিম হাসপাতালের বহিঃ বিভাগে ভিডিও কনফান্সের মাধ্যমে ঢাকায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য সেবা সেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান প্রচার করা হবে। এরপরই বর্তমান সরকারের স্বাস্থ্য খাতে বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড নিয়ে তৈরি রামাণ্য চিত্র প্রদর্শন করা হবে। এ সময় হাসপাতালের বহিঃ ও অন্ত বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা রোগী সেবা প্রদান করা হবে।

এ উপলক্ষে হাসপাতালের আলোক সজ্জা করা হয়েছে। ইতো মধ্যে হাসপাতালের ভিতরে এবং বাহিরে স্বাস্থ্য সেবা সপ্তাহের বিভিন্ন শ্লোগান সম্ভলিত পোস্টার ও ব্যানার লাগানো হয়েছে। স্বাস্থ্য সেবা সপ্তাহের ২য় দিনে অনুষ্ঠিত হবে বনার্ঢ্য র‌্যালী। এরপর পর ৩ দিনে অনুষ্ঠিত হবে আলোচনা সভা, ৪থ দিন শুক্রবার সকাল থেকে বেলা ১২টার পর্যন্ত বহিঃ বিভাগের চিকিৎসকরা চিকিৎসা সেবা প্রদান করবেন। এছাড়া ৫ম দিনে সেচ্ছায় রক্ত দান কর্মসূচী পালন করা হবে। এর পাশাপাশি হাসপাতালে ব্যাপক পরিস্কার-পরিছন্নতা পরিচালিত হবে।

এ ব্যপারে হাসপাতাল পরিচালক ডাঃ মোঃ বাকির হোসেন আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গিকার অনুযায়ী স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের মাননিয় স্বাস্থ্যমন্ত্রী জাাহিদ মালেক’র নেতৃত্যে শুধু বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালই নয় সারা দেশে এক যোগে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ পালত হবে।

সম্পর্কিত পোস্ট

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official