স্টাফ রিপোর্টার//শাওন অরন্য:
শেষ মুহূর্তে চলছে বরিশাল উদিচীর ৩৭ তম উদীচী বৈশাখী মেলা ও মঙ্গশোভাযাত্রার প্রস্তুতির কাজ।
ব্যপক আনন্দ আর উৎসাহ নিয়ে চলছে শোভাযাত্রার প্রস্তুতি। অক্লান্ত প্ররিশ্রম করে যাচ্ছে উদিচী,বরিশাল নাটকের সদস্যরা।
ছবিঃ শাওন অরন্য।
সবার একটাই প্রচেষ্টা শোভাযাত্রা ও বৈশাখী মেলা সফল ভাবে সমাপ্তি করা। বরাবরের মত এবারো বরিশাল ব্রজ মোহন (বি এম) স্কুলের সামনে থেকে শুরু হবে এবারের শোভাযাত্রা। ১৪২৬ নতুন বর্ষকে বরন করতে বরিশালা উদিচী নিয়েছে নানা কর্মসুচি।
ছবিঃ শাওন অরন্য।
ছবিঃ শাওন অরন্য।
ছবিঃ শাওন অরন্য।