করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্থ খেটে খাওয়া সাধারণ শ্রমজীবি মানুষের পাশে দাড়িয়েছে বরিশাল ওজোপাডিকো নতুন বাজার বিদ্যুৎ পরিবার।
বুধবার নগরীর নতুন বাজার এলাকার বিদ্যুৎ অফিসের সামনে শতাধীক অসহায় পরিবারের মাঝে চাল, ডাল আলু ও ডাল সহ বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেন ওজোপাডিকো নতুন বাজার বিদ্যুৎ পরিবারের সদস্যরা।
নতুন বাজার বিদ্যুৎ অফিসের উপ সহকারী প্রকৌশলী সেলিম হাসান চৌধুরী নেতৃত্বে এই খাদ্য সামগ্রী ও নগদ অর্থ প্রদান করা হয়।
এসময় উপ সহকারী প্রকৌশলী সেলিম হাসান চৌধুরী জানান, করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের নির্দেশনার কারণে খেটে খাওয়া সাধারণ মানুষ কর্মহীন হয়ে পড়ায় তাদের পাশে দাড়িয়েছি আমরা।
মানুষ যাতে না খেয়ে থাকে এমন পরিবারগুলো খুঁজে খাদ্য সামগ্রী দেওয়ার চেষ্টা করছি।
এ ধরণের কর্মসূচী আমরা অব্যাহত রাখবো।