গত রবিবারের জঙ্গি হামলার প্রেক্ষিতে শ্রীলঙ্কার পূর্বাঞ্চলীয় একটি শহরে তল্লাশি ও ঘেরাও অভিযানের সময় নিরাপত্তা বাহিনী ও একদল অস্ত্রধারীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন সেনাবাহিনীর এক মুখপাত্র।
বাত্তিকোলার কাছে আম্পারা সেইন্থামারুথু শহরে এ অভিযান চলছে।
সেনাবাহিনীর মুখপাত্র বলেন, ওই এলাকায় একটি বিস্ফোরণ ঘটেছে এবং সেনারা সেখানে বিষয়টি খতিয়ে দেখার জন্য যেতেই তাদের ওপর গুলিবর্ষণ হয়েছে।
হতাহতের ঘটনা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
ইস্টার সানডের সকালে তিনটি গির্জা ও চারটি হোটেলে একযোগে আত্মঘাতী হামলায় আড়াইশ’র বেশি মানুষ নিহত হওয়ার পর থেকে দেশজুড়ে অভিযান চালাচ্ছে পুলিশ।
দুস্কৃতকারী ও তাদের সমর্থকদের সম্পর্কে আরো বিস্তারিত জানার চেষ্টা চলছে। ইস্টারের দিনের ওই হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)।