27 C
Dhaka
জুলাই ৭, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় প্রচ্ছদ রাজণীতি

সংসদে না এলে আমও যাবে ছালাও যাবে: নাসিম

বিএনপির নির্বাচিত সংসদ সদস্যদের উদ্দেশে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, ‘যদি সাহস থাকে তবে সংসদে আসুন, আমাদের দোষ-ত্রুটি নিয়ে কথা বলুন। যদি বাপের বেটা হন তবে সংসদে আসুন। সংসদে না এলে আমও যাবে ছালাও যাবে।’

বিএনপির নির্বাচিত সংসদ সদস্যদের শপথের জন্য ডেটলাইন আগামী ৩০ এপ্রিল বলেও মন্তব্য করেন তিনি।

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সোমবার ১৪ দলের এক আলোচনা সভায় এ সব কথা বলেন নাসিম। ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

ফেনীর মাদরাসাছাত্রী নুসরাত হত্যায় আওয়ামী লীগ নেতাদের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান নাসিম। তিনি বলেন, ‘কতিপয় হাইব্রিড নেতা আওয়ামী লীগের ক্ষতি করছে। এরা বিএনপি-জামায়াতের প্রেতাত্মা। তা না হলে একজন হত্যাকারীকে আশ্রয় দিতে পারে না। এমন দু’একজনের জন্য আমাদের সব অর্জন নষ্ট হতে দিতে পারি না।’

তিনি আরও বলেন, ‘ফেনীর ঘটনায় একজন ওসি কীভাবে খুনিদের আশ্রয় দেয়। এ সব কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এভাবে চলতে দিতে পারি না।’

বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে এদের বিচার করার দাবি জানিয়ে নাসিম বলেন, ‘দুই-একটা লোকের জন্য আমাদের অর্জন ম্লান হতে পারে না।’

প্রশাসনের উদ্দেশে সাবেক এ স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রশাসনকে অনুরোধ করব অতি আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করবেন না।’

নাসিম বলেন, ‘খুনি, দুর্নীতিবাজ, সন্ত্রাস, জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের সচেতনতা গড়ে তুলতে হবে। সে লক্ষ্যে আগামী ২৬ এপ্রিল মতিঝিলে ১৪ দলের উদ্যোগে অভিভাবক সমাবেশ করব। কেন্দ্রীয় ১৪ দলের নেতারা সব অপকর্মের বিরুদ্ধে মাঠে নেমেছে।’

এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর আরেক সদস্য মতিয়া চৌধুরী বলেন, ‘বিএনপি বিভিন্ন জাতীয় দিবস পালন না করে, জনগণের সঙ্গে প্রতারণা করে ইতিহাস অস্বীকার করতে চায়। যারা জাতীয় দিবস পালন করে না তারা কী করে স্বাধীনতায় বিশ্বাস করে?’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে দলের নেতাদের দেয়া বক্তব্যের জবাবে মতিয়া চৌধুরী বলেন, ‘তার চিকিৎসা কীভাবে হবে তা নির্ধারণ করবে ডাক্তাররা। দলের নেতারা কেন খালেদার চিকিৎসার ব্যাপারে জনগণকে বিভ্রান্ত করছেন।’

মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন- ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাবেক নৌমন্ত্রী শাজাহান খান, সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, জাসদের (একাংশ) সভাপতি শরীফ নূরুল আম্বিয়া, জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদের সাধারণ সম্পাদক শিরীন আক্তার, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাৎ হোসেন, বাসদের আহ্বায়ক রেজাউর রশিদ খান প্রমুখ।

সম্পর্কিত পোস্ট

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

আছিয়া ধর্ষণ ও হত্যার বিচার ৭ দিনের মধ্যে শুরু হবে: আইন উপদেষ্টা

banglarmukh official

শুক্রবার কক্সবাজার যাচ্ছেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

banglarmukh official

শিশু আছিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক, দ্রুত বিচার নিশ্চিতের নির্দেশ

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official