১২ ওভার শেষে মুম্বাই ইন্ডিয়ান্সের রান ছিল ১ উইকেটে ৯৯। খুব সহজেই পৌনে দুইশর পুঁজি পেয়ে যাবে রোহিত শর্মার দল, তখনও মনে হচ্ছিল এমনটাই। হঠাৎ বদলে গেল দৃশ্যপট। চেন্নাই সুপার কিংসের বোলারদের দুরন্ত পারফরম্যান্সে শেষ পর্যন্ত মুম্বাই যেতে পারলো ৪ উইকেটে ১৫৫ রানে।
ওপেনিংয়ে নেমে কুইন্টন ডি কক ৯ বলে ১৫ করে ফিরলেও রোহিত শর্মা দলকে এগিয়ে নিচ্ছিলেন। তিন নাম্বারে নামা লুইস অবশ্য টি-টোয়েন্টির ব্যাটিংটা করতে পারেননি। ৩০ বলে ৩২ করে ১৩তম ওভারের প্রথম বলে স্যান্টনারের শিকার হয়ে ফেরেন এই বাঁহাতি।
এরপরই যেন মুম্বাইয়ের ইনিংসে ভজকট লেগে যায়। ওই ওভারে আসে মাত্র ২ রান। পরের ওভারে ক্রুনাল পান্ডিয়া (১) আউট, এবারও উঠে ২ রান। স্যান্টনারের করা তার পরের ওভারেও সেই ২ রানই।
এর মধ্যে ইমরান তাহিরের করা ১৬তম ওভারে রোহিতের দুই চার আর এক ছক্কায় উঠেছিল ১৬ রান। কিন্তু পরের ওভারে রোহিতকে তুলে নেন স্যান্টনার। ৪৮ বলে ৬ চার আর ৩ ছক্কায় ৬৭ রান করে মুম্বাই অধিনায়ক ফিরলে ওই ওভারে মুম্বাই তুলতে পারে মাত্র ১ রান।
পরের দুই ওভারে ১৬ আর ডোয়াইন ব্রাভোর করা শেষ ওভারে ১৭ রান না উঠলে মুম্বাই লড়াকু সংগ্রহটাও পেতো না। হার্দিক পান্ডিয়া ১৮ বলে ২৩ আর কাইরন পোলার্ড ১২ বলে ১৩ রানে অপরাজিত থাকেন।
চেন্নাইয়ের মিচেল স্যান্টনার ৪ ওভারে মাত্র ১৩ রান খরচ করে নিয়েছেন ২টি উইকেট।