স্টাফ রিপোর্টার//শাওন অরন্য:
বরগুনা জেলার তালতলি উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের ভবনের সংখা ৭৯টি। যার মধ্যে ৬৭টি ভবনই ঝুকিপূর্ণ। তার মদ্ধে ৩৫টি ভবনের অবস্থা মারাত্মক ঝুকিপূর্ণ।
উপজেলা শিক্ষা অফিসার লুৎফর কবীর এ সমস্ত ভবনে ক্লাস না করার জন্য সুপারিশ করেছেন। বাকি ৩২ টা ভবন অতিদ্রুত সংস্কার না হলে তাও বাতিল হয়ে যাবে বলে তিনি জানান।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম ঝুঁকিপূর্ণ ভবনগুলোকে চিহ্নিত করে দ্রুত সেখানে নতুন ভবন নির্মাণের পদক্ষেপ নেয়ার জন্য নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য, গত ৬ এপ্রিল তালতলি উপজেলার ছোটবগী পিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিম ধ্বসে পরে। বিম ধ্বসে পরার কারনে মানসুরা বেগম নামে এক ছাত্রী নিহত হয় মানসুরা বেগম অত্র বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিলেন। গুরুতর আহত হয় আরো পাঁচজন।