বরিশাল থেকে প্রকাশিত জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বাংলার মুখ ২৪.কম এর ভুয়া পরিচয় পত্র ব্যাবহার করে বিভিন্ন অপকর্ম করে চলছে একটি কুচক্রী মহল। বাংলার মুখ ২৪.কম এর নামে ভুয়া পরিচয়পত্র তৈরী করে বাংলার মুখ ২৪.কম এর ভাবমূর্তি ক্ষুণ্ন করার লক্ষে কাজ করে যাচ্ছে উক্ত মহলটি।
নগরীতে রাব্বি সিকদার, আকশা উদ্দিন সিয়াম সহ আরও কয়েকজন বাংলার মুখ ২৪.কম এর ভুয়া পরিচয় পত্র ব্যাবহার করে বিভিন্ন অপকর্ম করে যাচ্ছে ।যাদের বাংলার মুখ ২৪.কম কখনোই সাপোর্ট করে না। এসব অপকর্মে জড়িত কোন ব্যাক্তিদের সাথে বাংলার মুখ ২৪.কম এর কোন সম্পর্ক নেই।
উল্লেখ্য এই রাব্বি সিকদার ব্যাপ্টিষ্ট মিশন রোড এর ভাড়া বাড়িতে বসবাস করে। রাব্বী সিকদার বাংলার মুখ২৪ এর অফিসে দারোয়ান/ঝাড়ুদার পদে কিছুদিন কাজ করেছিলো। পরে প্রকাশক জানতে পারে সে গোপনে মাদক ব্যবসায় জড়িত,,তাৎক্ষনিক তাকে দাড়োয়ান/ঝাড়ুদার পদ থেকে চাকুরিচুত্য করে,অন্য লোক কে নিয়োগ দেন।
বাংলার মুখ ২৪ এর পক্ষ থেকে তার কাছে জানতে চাইলে,সে এই ধরনের কোনো অপরাধ এর সাথে যুক্ত নয়,এবং বাংলার মুখ২৪ এর সাংবাদিক হিসেবে কোথায় পরিচয় দেয়নি বলে দাবী করে,যদি এরকম প্রমান কেউ দিতে পারে তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করতে বলে।
প্রসংঙ্গত বাংলার মুখ ২৪.কম কখনোই টাকার বিনিময়ে পরিচয় পত্র বিক্রি করে না।সেহেতু অপকর্মে জড়িত ব্যাক্তিদের পরিচয় পত্র দেওয়া যুক্তিযুক্ত নয়।
এ ব্যাপারে বাংলার মুখ ২৪.কম এর প্রকাশক ও সম্পাদক মুহাঃ পলাশ চৌধুরী বলেন, আমরা দীর্ঘদিন বরিশাল সহ দেশ বিদেশের সকল সংবাদ সুনামের সহিত পরিবেশন করে আসছি। বেশ কিছুদিন ধরে একটি কুচক্রী মহল তাদের অপকর্মের সুবিধার্থে বাংলার মুখ ২৪.কম এর ভুয়া পরিচয় পত্র তৈরী করে আমাদের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। নগরীর সকলের কাছে অনুরোধ এমন ভুয়া পরিচয় পত্র ব্যাবহারকারীদের ধরিয়ে দিন। এমন ভুয়া পরিচয়পত্র ব্যাবহারকারীদের বিরুদ্ধে শীগ্রই আইনানুগত ব্যাবস্থা নেয়া হবে।
