‘কাল ভয়ঙ্করের বেশে ওই আসে সুন্দর’ শ্লোগানে চারুকলা বরিশালের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছরও আয়োজন করা হয় মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
সকাল সাড়ে ৯টায় অশ্বিনী কুমার হলের সামনে সামাজিক দূরত্ব মেনে চারুকলার শিল্পীরা প্রতিকি শোভাযাত্রা করেন। শোভাযাত্রায় অংশগ্রহনকারীরা করোনা ভাইরাস প্রতিরোধী এবং বর্ষবরণের আল্পনা অঙ্কিত বিশেষ ধরণের ফেসশিল্ড পরিহিত ছিলেন।
বর্ষবরণের আজকের সকল আয়োজন চারুকলা বরিশাল ফেসবুক পেইজ থেকে লাইভ করা হয় বলে জানান রনি দাস।
বর্ষবরণ অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক ও চারুকলা বরিশালের সাবেক সভাপতি সুশান্ত ঘোষ বলেন, গত দু’বছর যাবৎই বিস্তৃত পরিসরে বর্ষবরণ ও মঙ্গল শোভাযাত্রার অনুষ্ঠান পালন করা সম্ভব হয়নি।
এ বছরও পালন করতে পারিনি। তাছাড়া চারুকলা বরিশাল কার্যালয়ে অত্যান্ত সীমিত পরিসরে ৫ জন শিল্পি ও ১২ জন শিক্ষার্থী নিয়ে বর্ষবরণ অনুষ্ঠান করা হয়েছে। এরমাধ্যমে আমরা বার্তা দিতে চাচ্ছি, বরিশালের মানুষ যেন সবাই ঘরে থেকে ভালো থাকে, সুস্থ থাকে।
