শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেস-ক্লাবের সাবেক সভাপতি এ্যাড এসএম ইকবালের শারিরীক অবস্থার আরো উন্নতি হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে এক সপ্তাহ পূর্বে তিনি বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারন সম্পাদক কাজী মিরাজ জানান, তার রক্তে অক্সিজেনের পরিমান ও শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক অবস্থায় এসেছে। তার শারিরিক অবস্থা আগের চেয়ে অনেক ভালো। তিনি বিছানায় বসে খাবার খেতে পারছেন। গতকাল রাতে তিনি মোবাইলফোনে বরিশালবাসীর কাছে তার রোগমুক্তির জন্য দোয়া কামনা করেছেন।
