বরিশাল মেট্রোপলিটন পুলিশ ট্রাফিক বিভাগের সার্জেন্ট টুটুলের তোলা ভাইরাল ছবি’র (করোনা উপসর্গ নিয়ে অসুস্থ হওয়া মা’কে শেবাচিম থেকে সুস্থ করে বিজয়ী সন্তান ফিরে যাচ্ছে আপন নীড়ে।
মা অসুস্থ তাই মাকে বাঁচাতে নিজের শরীরের সাথে ২০কেজি ওজনের অক্সিজেনের সিলেন্ডার বেঁধে মাকে অক্সিজেন দিয়ে, বরিশাল শেরে বাংলা হাসপাতালে নিয়ে ২৩ এপ্রিল ২০২১ খ্রিঃ মাকে সুস্থ করে বাড়ী নিয়ে ফিরছে রত্নগর্ভার যোগ্য সন্তান ।
সকল সন্তান যেন তাঁর অসুস্থ বাবা মা’য়ের পাশে ছায়া হয়ে লেগে থাকে ।
এই করোনাকালে বৃদ্ধ মা-বাবা সহ পরিবারের সকলের সুরক্ষার কথা চিন্তা করে জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে না থাকে। আসুন নিজ নিজ অবস্থান থেকে স্বাস্থ বিধি মেনে নিজে সচেতন থাকি এবং সাধ্যমত অপরকে সুরক্ষিত রাখতে সহায়তা করি।
