Bangla Online News Banglarmukh24.com
জাতীয়

মুভমেন্ট পাস নিতে হবে কেনাকাটা করতে গেলে

কঠোর বিধিনিষেধের (সর্বাত্মক লকডাউন) মধ্যেই রোববার (২৫ এপ্রিল) থেকে দোকানপাট ও শপিংমল খোলার অনুমতি দিয়েছে সরকার। ওইদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দোকানপাট ও শপিংমল খোলা থাকবে। আর শপিং মলে কেনাকাটা করতে যাওয়ার জন্য সবাইকে মুভমেন্ট পাস নেওয়ার পরামর্শ দিয়েছে পুলিশ।

পুলিশ সদর দফতর থেকে বিষয়টি নিশ্চিত করে বলা হয়েছে, শপিং মলে কেনাকাটা কোনো জরুরি সেবার মধ্যে পড়ে না, তাই মার্কেটের উদ্দেশে বের হওয়া সবাইকে মুভমেন্ট পাস নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

পুলিশ সদর দফতরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. সোহেল রানা  বলেন, দেশজুড়ে চলাচল নিয়ন্ত্রণে সরকারের কঠোর বিধিনিষেধ চলমান রয়েছে। যারা জরুরি সেবাদানের কাজে জড়িত, শুধুমাত্র তাদেরই মুভমেন্ট পাস লাগবে না। এরইমধ্যে সরকার ও পুলিশ জরুরি সেবার মধ্যে অন্তর্ভুক্তদের তালিকা প্রকাশ করেছে। এই তালিকার বাইরে যারা তাদের সবাইকে মুভমেন্ট পাস নেওয়ার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে।

এর আগে গত শুক্রবার (২৩ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দোকান ও শপিং মল খোলার বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ৫ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত এক সপ্তাহের জন্য কঠোর বিধিনিষেধ আরোপ করে সরকার। পরে তা শিথিল করে শুধুমাত্র সিটির মধ্যে সীমিত আকারে যান চলাচল ও নির্দিষ্ট সময়ের জন্য খুলে দেওয়া হয় শপিংমল।

এর মধ্যে সংক্রমণ বাড়ায় ১৪ এপ্রিল থেকে আবারও সাতদিনের বিধিনিষেধ আরোপ করা হয়। পরে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সুপারিশক্রমে এর মেয়াদ ২৮ এপ্রিল মধ্যরাত পর্যন্ত বর্ধিত করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

সম্পর্কিত পোস্ট

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

আছিয়া ধর্ষণ ও হত্যার বিচার ৭ দিনের মধ্যে শুরু হবে: আইন উপদেষ্টা

banglarmukh official

শুক্রবার কক্সবাজার যাচ্ছেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

banglarmukh official

শিশু আছিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক, দ্রুত বিচার নিশ্চিতের নির্দেশ

banglarmukh official

২০২৬ সালেই বাংলাদেশকে এলডিসি থেকে উত্তরণ করা হবে

banglarmukh official

জাতিসংঘ মহাসচিব ঢাকায়

banglarmukh official