স্টাফ রিপোর্টারঃ শাওন অরন্য:
গতকাল ২১ এপ্রিল রবিবার বিকাল ৪ টার দিকে বাবুগঞ্জ উপজেলার রহমতপুর পল্লীবিদ্যুৎ সমিতি -২ সংলগ্ন শাহ আলম কাজীর বাড়ির সামনে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোঃ মাইনউদ্দিন (২০) নামের এক যুবকের মৃত্যু হয়।
মোঃ মাইনউদ্দিন বাবুগঞ্জ ডিগ্রী কলেজে পড়াশুনা করতেন।তিনি এবার এই কলেজ থেকে এইচ এস সি পরীক্ষা দিচ্ছিলেন। শাহজাহান হাওলাদারের পুত্র মাইনউদ্দিন। তার বাড়ি বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের দক্ষিণ ভূতেরদিয়া গ্রামে। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায়, সৌখিন নামে একটি লোকাল বাস ধামুরা থেকে বরিশাল যাওয়ার পথে মাইনউদ্দিনকে ধাক্কা দেয়।ধাক্কার ফলে তিনি মারাত্মক আকারে আহত হয়ে পরেন।
আহত মাইনউদ্দিনকে স্থানীয় লোকজন সাথে সাথে বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তাকে ভর্তি করা হয়। ভোররাতের দিকে মাইনউদ্দিনের অবস্থা আরো খারাপ হতে থাকে। চিকিৎসা চলাকালিন সময় তিনি মারা যান।