সারা বিশ্বের মতো বাংলাদেশেও ছড়িয়ে পরেছে করোনা ভাইরাস। এ ভাইরাস প্রতিরোধে কাজ করে যাচ্ছেন প্রশাসন।
তারই ধারাবাহিকতায় বরিশাল রেঞ্জের ডিআইজি মো: শফিকুল ইসলাম বিপিএম (বার) পিপিএম এর নির্দেশনায় কাজ করছেন বরিশাল রেঞ্জ পুলিশ।
বরিশাল, পটুয়াখালী, ভোলা, পিরোজপুর , ঝালকাঠি ও বরগুনা জেলায় করোনার বিস্তার রোধে এবং সামাজিক দুরত্ব নিশ্চিত করতে পুলিশ নানাবিধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
বরিশাল রেঞ্জের জেলা পুলিশ কর্তৃক বিভিন্ন বাজারে একমুখী চলাচল নিশ্চিত করণ, খোলামাঠে কাঁচাবাজার ও মাছবাজার স্থানান্তর, বিভিন্ন এলাকায় সামাজিক দুরত্ব নিশ্চিতকল্পে সচেতনতামূলক প্রচারণাসহ বিভিন্ন কার্যক্রম অব্যাহত রয়েছে।