স্টাফ রিপোর্টার//তৌসিফ ইসলাম শাওন:
গতকাল ৩১শে মার্চ ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়, কোলন ক্যান্সারে আক্রান্ত সানজিদা রথি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন।
আর লেখা হবে না save Sanzida Rathi কারন রথি তো আর নেই। এই তো সেদিনের কথা। মাত্র অল্প কটা দিন আগে #SAVE_রথি নামে একটি প্রজেক্ট করা হয়।রথির চিকিৎসার জন্য কাজ করে বরিশালের বিভিন্ন নামি দামি বড় ছোট ফটোগ্রাফাররা। সবার বক্তব্য ছিল আসুন আমরা নিজ নিজ স্থান থেকে, যে যেমন করে পারি রথির পাশে দাঁড়াই।
ওই প্রজেক্ট থেকে প্রাপ্ত সম্মানির পুরোটাই ব্যবহার করা হয় রথির চিকিৎসায়। অল্প দিন আগেও দেখা যেত বরিশাল নগরীর বিভিন্ন স্থানে ছোট ছোট বক্স নিয়ে তরুন তরুণীদের আবেদন রথিকে বাচাতে এগিয়ে আসুন।
আপনার সাহায্যই পারে রথিকে বাচাতে। কিন্তু সে চেষ্টা এখন বৃথা। সবার শত সাহায্যের চেষ্টা উপেক্ষা করে সকলকে কাদিয়ে রথি চলে গেলেন না ফেরার দেশে। এখন আর কাউকে দেখা যাবে না রথির জন্য বক্স নিয়ে সাহায্যের আবেদন নিয়ে সামনে দারাতে।এখন সবার মনে একটাই প্রত্যাশা আল্লাহ যেন রথিকে বেহেশত নসিব করুন।
আমিন।