স্টাফ রিপোর্টার//শাওন অরন্য:
বর্নীল আয়োজন এবং আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে ডি ডাব্লিউ এফ নার্সিং কলেজ ও ম্যাট্স বরিশালের নববর্ষ পালিত হল।
ছবি: শাওন অরন্য।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ডি ডাব্লিউ এফ নার্সিং কলেজের অধ্যক্ষ আলেয়া পারভীন, একাডেমিক ডিরেক্টর সুদীপ কুমার নাথ, পরিচালক প্রশাসন,আব্দুল্লাহ আল মওদুদ, প্রভাষক সুরমা সুলতানা,স্মৃতি কনা,নুসরাত স্বর্না সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ, এবং সকল ছাত্র ছাত্রীবৃন্দ।
ছবি: শাওন অরন্য।
কলেজ প্রাঙ্গন থেকে অধ্যক্ষ আলেয়া পারভীনের নেত্রিত্বে শিক্ষক ছাত্র ছাত্রী সহ সবাই মঙ্গোলশোভা যাত্রায় উদিচী বরিশাল নাটকের সাথে অংশগ্রহণ করে। শোভাযাত্রাটি বি এম(ব্রজ মোহন) স্কুল থেকে শুরু হয়ে নগরীর কালিবাড়ি রোড,সদর রোড,অশ্বিনী কুমার টাউন হল, গীর্জা মহল্লা,ফলপট্টি,চকবাজার, লাইন রোড,সদর হাসপাতাল রোড হয়ে আবার বি এম( ব্রজমোহন) স্কুলে এসে শেষ হয়।
ছবি: শাওন অরন্য।
অধ্যক্ষ আলেয়া পারভীন বলেন,বাঙালীর প্রানের উৎসব বৈশাখি মেলা। আর এই মেলায় তিনি তার সকল ছাত্র ছাত্রীদের নিয়ে আসতে পেরেছেন তাই তিনি অনেক আনন্দিত এবং গর্বিত। শোভাযাত্রায় অংশ গ্রহন করতে পেরে ছাত্র ছাত্রীরা অনেক আনন্দিত।
ছবি: শাওন অরন্য।
ছবি: শাওন অরন্য।