আগের ম্যাচে ব্যাটিংয়ে বড়সড় বিপর্যয়ে পড়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। একশর নিচে অলআউট হয়ে তারা মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে হেরেছিল বড় ব্যবধানে। তারপরও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে একাদশে ফেরায়নি ভুবনেশ্বর কুমারের দল।
মোহালিতে ঘরের মাঠে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। ৫ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে তারা আছে আইপিএলের পয়েন্ট তালিকার ছয় নাম্বার অবস্থানে।
অপরদিকে ৫ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদও ৩টি জয়ই (৬ পয়েন্ট) পেয়েছে। তবে রানরেটে এগিয়ে থাকায় তারা আছে পয়েন্ট তালিকার তিন নাম্বার অবস্থানে।
পাঞ্জাব একাদশ : লোকেশ রাহুল, ক্রিস গেইল, মায়াঙ্ক আগারওয়েল, সরফরাজ খান, ডেভিড মিলার, মানদ্বীপ সিং, স্যাম কুরান, রবিচন্দ্রন অশ্বিন (অধিনায়ক), অঙ্কিত রাজপুত, মোহাম্মদ শামি, মুজিব উর রহমান।
হায়দরাবাদ একাদশ : ডেভিড ওয়ার্নার, জনি বেয়ারস্টো, বিজয় শঙ্কর, মনিশ পান্ডে, ইউসুফ পাঠান, দীপক হুদা, মোহাম্মদ নবী, রশিদ খান, ভুবনেশ্বর কুমার (অধিনায়ক), সন্দীপ শর্মা, সিদ্ধার্থ কাউল।